সবাই কেমন আছেন।
আশা করি সবাই ভালো আছেন।
আজকে আপনাদের মাঝে চমৎকার
একটি ব্যাটারি সেভার নিয়ে হাজির হয়েছি
যা আপনার মোবাইল কে আগের থেকে অনেক চার্জ শক্তিশালী থাকবে এবং আগের থেকে দ্রুত চার্জ হবে। তো অনেকে বলতে পারেন যে ভাইয়া এরকম তো অনেক ব্যাটারি সেভার আছে কিন্তু কাজ করে না।তো আমি বলবো যে এই ব্যাটারি সেভার অন্য ব্যাটারি সেভারের মত না,এটা একদমই অন্য রকম সাথে থাকছে অনেক ফিচার যা আপনাকে বারতি অ্যাপ ইন্সটল করা লাগবে না।তো বেশি কিছু বলবো না সরাসরি কাজের কথায় আসি।
1.Step:অ্যাপটা ওপেন করুন এবং ব্যাটারি সেভার Enable করে দিন।
administore permission চাইলে On করে দিন।
2.Step:এখন Optimize করুন এবং রানিং থাকা অ্যাপ বন্ধ হয়ে যাবে।
এছাড়া ও উপরে একটি লকের চিহ্ন আছে ওখান থেকে দরকারি অ্যাপ লক করে রাখতে পারবেন।
3.Step:Clean Up Now আপনার মেমরি বাড়তি জাগা দখল কারি সব পরিষ্কার করতে পারবেন।
4.Step:এখান থেকে আপনি Battery saver,Battery cooler,CPU Cooler,
Memory Boost আরো কিছু ব্যবহার করতে পারবেন।
5.Step:Memory Boost করে দেখালাম। আমরা মোবাইলে 28 apps running এবং 393MB দখল করে বসে আছে।Boost করে দিন।
ডাউনলোড লিংক এখানে
মানুষ মাত্রই ভুল হয়,
ভুলত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আমি জয়দেব বিশ্বাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।