একটি সম্পুর্ণ অ্যাপ বানান শুধু মাত্র আপনার মোবাইল দিয়েই। অফলাইনেই। ইচ্ছে মত ডিজাইন করতে পারবেন।

আসসালামু আলাইকুম। ভাই ও বন্ধুগণ, আমি এইচ এম শরীফ আপনাদের কাছে আজকে এমন একটি টিউন নিয়ে হাজির হয়েছি। যে টিউনটি পড়লে আপনি আপনার হাতের এন্ড্রইড মোবাইল দিয়েই সম্পুর্ণ একটি এন্ড্রইড অ্যাপ বানাতে পারবেন। কি অবাক হচ্ছেন? আরে অবাক হওয়ার কিছু নেই। আর চিন্তিত হওয়ার ও দরকার নেই। আমার কথা মত কাজকরলেই পেয়ে যাবেন আপনি একটি এন্ড্রইড অ্যাপ। অবশ্য আমি এ ব্যাপারে আমার সাইটে একটি টিউন করেছিলাম। কিন্তু সময়ের কারণে খুব বেশী সংক্ষিপ্ত করে ফেলেছি। মুলত তাই আবার বিষয়টি নিয়ে একটু বিস্তারিত লিখতে বসলাম আজ। অনেক প্যাচাল পারলাম, চলুন আর বিরক্ত না করে সরাসরি এবার টিউনের দিকে যাই।
আপনাকে জানিয়ে রাখি, আপনি এইচ টি এম এল, সি এস এস, জাভাস্ক্রিপ্ট সম্পর্কে যত ভালো ধারণা রাখবেন ততই ভালো অ্যাপ বানাতে পারবেন এইভাবে।
প্রথমে আপনি নিচের দরকারি ফাইলগুলি ডাউনলোড করে নিন।
৩/ Main.css
এখন apk editor টা ওপেন করুন। Select an apk file এ খুচা মারুন। এবার নিচের স্ক্রিনশর্টের মত করে যেখানে ফার্স্ট অ্যাপ ফাইলটা রেখেছেন সেখান থেকে তা সিলেক্ট করুন। তারপর Full Edit এ ক্লিক করুন।
স্ক্রিনশর্টের মত ফাইল সেকশনে যান। দেখবেন এখানে assest নামক একটি ফাইল আছে এর ভিতরে যাবেন। তার পর www এতে প্রবেশ করবেন। এখানে খালি একটা পেজ দেখবেন। এটাকেই আমরা একটি ওয়েবপেজ হিসেবে ব্যবহার করব।
আজকে আমি আপনাদেরকে শুধু দেখানোর জন্য এই অ্যাপ দিয়েই একটি প্রোফাইল পেজ বানাব। মানে আমাদের বানানো অ্যাপ এ কেও ঢুকলে আমাদের একটি প্রোফাইল দেখাবে। চলুন শুরু করা যাক।
আমরা জানি আমরা যখন কোন ওয়েবসাইটে কাজ করি তখন তার মধ্যে ভিবিন্ন ফাইল থাকে। সেখানে সি এস এস, জাভাস্ক্রিপ্ট ও এইচ টি এম এল ফাইল থাকে। আমাদের এই অ্যাপ এ ও এইসব ফাইল দিয়েই কাজ করব। আমি আপনাদের জন্য একটি সি এস এস ফাইল ও এইচ টি এম এল ফাইল বানিয়ে রেখেছি। যা ইতিমধ্যেই আপনি ডাউনলোড করে নিয়েছেন।
ফাইলদুটি আপনাকে এখানে import করতে হবে। কিভাবে ইম্পোর্ট করবেন। তা স্ক্রিনশর্ট থেকে দেখে নিতে পারেন।
আর হ্যাঁ, আপনি আপনার একটা ফটো ও ইম্পোর্ট করবেন এখানে। ফটো টা আগেই রিনেম করে নাম দিবেন “in” আর ফরমেট থাকবে ‘jpg’ অর্থাৎ পুরো নামটা হবে “in.jpg”
এখন আপনি index.html ফাইলটিতে প্রবেশ করুন। যেখানে যেখানে xxxxxx আছে সেখান থেকে xxxxxx কেটে দিয়ে প্রয়োজন মত আপনার নাম ঠিকানা বসিয়ে দিন। তার পর স্ক্রিন শর্টে দেখানো যায়গায় ক্লিক করে সেভ করে নিন।
আপনার কাজ শেষ। এখন build এ ক্লিক করুন। একটু অপেক্ষা করতে হবে। যখন কমপ্লিট হলে ইনস্টল করুন। এবং ওপেন করুন।
কি অবাক হচ্ছেন? আগেই বলেছি অবাক হবার কিছু নাই। আপনি কিন্তু একটি অ্যাপ বানাই ফালাইছেন।
খাড়ান! আরেকটু কাজ বাকি রইছে। আপনার অ্যাপ এর নাম কিন্তু পাল্টান নাই। কিভাবে অ্যাপ এর নাম ও আইকন  চেঞ্জ করবেন সেটা দেখে নিন।
Apk Editor pro ওপেন করুন। এখন select apk from app এ ক্লিক করে first app by HM Sharif এ ক্লিক করুন। তারপর common Edit এ ক্লিক করুন।
উপরে দেখুন launcher icon এর পাশে বর্তমান আইকন টা শো করছে এইখানে ক্লিক করে একটি png ফরমেটের ফটো সিলেক্ট করুন। এর পর নিচের ঘরে আপনার পছন্দ মত নাম দিয়ে save এ ক্লিক করুন। একটু wait করার পর আবার install করতে বলবে। install করে নিন। এই ভাবে যেকোন অ্যাপ এর নাম ও আইকন চেঞ্জ করতে পারবেন।
কি? হইল তো আপনার অ্যাপ?
খাড়ান! কই যান। কিভাবে আরো সুন্দর করে অ্যাপ বানাবেন, জানতে চাননা? যদি চান। তাহলে আমাকে উতসাহ দেয়া আপনাদের কাজ। কিভাবে উৎসাহ দিবেন তাও বইলা দিয়ে হইব? এত কিছু পারুম  না।
অনেক কষ্ট করে টিউন টা লিখলাম। কেও কপি করবেন না। দরকার পরলে সাইটের লিঙ্ক শেয়ার করবেন। যদি নিজের লেখা অন্যের নামে চালিয়ে দেয়া হয় তাহলে অনেক কষ্ট লাগে। লেখার মন মানসিকতা হারিয়ে ফেলি। তাই দয়া করে কেও কপি করবেন না।
শেষকথাঃ সব সময় আল্লাহ তায়ালার পথে চলুন। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন। মা-বাবার কথা মত চলুন। আল্লাহ হাফেজ।

Level 2

আমি HM Sharif। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Vai, ‘css’ file ta abar upload koren. missing!!!