দেখুন কিভাবে এন্ড্রয়েড ফোন দিয়ে Hologram ভিডিও তৈরী করবেন

আসসালামু আলাইকুম,

আমি একজন নতুন টিউনার আর এটি আমার প্রথম টিউন। আসা করি সবাই ভালো আছেন। তাহলে শুরু করা যাক, আপনি খুব সহজেই hologram screen touching ভিডিও তৈরী করতে পারেন আপনার android ফোন দিয়ে। এ জন্য দরকার হবে একটি app। সেটা হলো Kinemaster, এটি play store এ পাবেন।

  • download করে অপেন করুন তার পর Empty Project এ ক্লিক করুন.
  • ক্লিক করার পর একটি ভিডিও add করতে হবে। (তার আগে থেকেই আপনি ভিডিও করে রাখবেন for example: আপনি screen এ touch করতেছেন।)
  • এবার ভিডিও টি add করুন.
  • তার পর আরেকটি ভিডিও add করতে হবে, সেটি হলো আপনার mobile বা computer এর screen record. তাই আগে থেকেই একটি screen record করে রাখবেন।
  • এখন Video Layer এ ক্লিক করুন।
  • ক্লিক করে আপনার face to face করুন, তার সাথে সাইজ করে নিবেন।
  • এখন ডান দিক থেকে aplha capacity তে ক্লিক করুন আর brightness হালকা করুন।

আসা করি Step গুলো ফলো করলে আপনিও পারবেন। আর যদি বুঝতে সমস্যা হয় তাহলে নিচের লিঙ্ক এ ক্লিক করে আমার ভিডিও টি দেখতে পারেন।

Level 0

আমি ইসমাইল আনোয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস