আল্লাহর প্রতি ঈমান আনয়ন এবং তা বৃদ্ধি ও সংরক্ষণ করার জন্য মহান আল্লাহর পরিচয় সম্পর্কে বান্দার সঠিক জ্ঞান থাকা প্রয়োজন। আর আল্লাহর গুণবাচক নাম -এ আল্লাহর পরিচয় খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। মহান আল্লাহর সুন্দর নামসমূহ একত্রে আসমাউল হুসনা বলে পরিচিত। আল্লাহর গুনবাচক নামসমূহ গুণে বা বলে শেষ করা যাবে না। আর এ নামগুলো কোন মানুষের দেওয়া নয়। কুরআন ও হাদিসে আল্লাহর কতিপয় নাম বিশেষভাবে উল্লেখিত হয়েছে। আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত তিরমিযী শরীফের হাদীসে আল্লাহর ৯৯টি নাম এর উল্লেখ রয়েছে, যেমন- আর-রাহমান, আর-রাহীম, আল-মালিক ইত্যাদি। এ নামসমূহ সর্বোত্তম।
এ অ্যাপে আরবিতে, ইংরেজিতে ও বাংলায় আল্লাহর নাম যুক্ত করা হয়েছে। ‘আল্লাহ’ নাম সম্পর্কিত বিস্ময়কর কিছু তথ্য জানা যাবে। আল্লাহর কোন নামটি কতবার কোরানে উল্লেখিত হয়েছে, তা জানা যাবে, কোন নামটি কুরআনের কোন সূরার কোন আয়াতে হুবহু কিংবা আল্লাহর গুণবাচক কাজ হিসেবে উল্লেখিত হয়েছে- তাও জানা যাবে।
স্লিম হতে চাই! চিকন হতে চাই! ওজন কমাতে চাই! মনে এই সুপ্ত বাসনা নেই এমন মানুষ খুঁজে পাওয়া ভার। মোটা শরীরই এর মূল কারণ। মোটা দেহ ও ভুড়ি সমস্যার জন্য আমাদের খাদ্যাভ্যাস দায়ী। শরীরে অর্জিত ক্যালরি খরচ না হওয়াই এর কারণ। আর শরীর চর্চা বিমুখতা তো রয়েছেই। বাঙালি হিসেবে আমাদের খাদ্য তালিকায় ভাত থাকবেই। কিন্তু আমরা যেই পরিমাণ ভাত খাই, সেই মাত্রায় পরিশ্রম করি না। ফলে আমাদের শরীরে যা ক্যালরি জমা হয়, তা খরচ হতে পারে না। স্কুল-কলেজ, ভার্সিটিগামী ছেলে-মেয়েদের কাছে টিফিন হিসেবে ফাস্ট ফুড ব্যাপক জনপ্রিয়। প্রচুর পরিমাণে সফট ড্রিংকস খাওয়াও মোটা হওয়ার জন্য দায়ী। কেক দেখলে খেতে কার না মন চায়। কিন্তু নিজেকে প্রয়োজন অনুযায়ী নিয়ন্ত্রণ করতে না পারলে শরীরে অনাবশ্যক ওজন বাড়বে, যা কখনোই সুখকর নয়।
স্লিম শরীর দেখতে সুন্দর। কিন্তু স্লিম হওয়ার জন্য চাই পরিমিত আহার, শরীর চর্চা ও প্রচুর ধৈর্য। তাই চিকন হওয়া বা ওজন কমানো বা স্বাস্থ্য কমানোর সহজ উপায় নিয়ে WikiReZon টীম এই অ্যাপটি ডেভেলপ করেছে।
ওজন বাড়াতে চাই! স্বাস্থ্য বাড়াতে চাই!! মোটা হতে চাই!!। কী, অবাক হচ্ছেন? ভাবছেন যেখানে বিশ্ব জুড়ে সবাই শুধু স্লিম হতে চায়, সেখানে আবার মোটা হতে চায় কে? আসলে কিছুটা মোটা হতে চাওয়া অস্বাভাবিক নয়। কারণ অত্যধিক মোটা শরীর যেমন দেখতে অসুন্দর, তেমনি অধিক চিকন, ফিনফিনে, রোগা-পাতলা শরীরও দেখতে ভালো লাগে না। তাই যার শরীর বেশ চিকন ও রোগাটে, তার মোটা হতে চাওয়াই স্বাভাবিক নয় কি? কারণ বেশি শুকনা শরীর দেখতে মানানসই নয়। আবার একটু লম্বা ছেলের শরীর চিকন হলে তো দেখতে আরো বেমানান লাগে। সুতরাং স্লিম শরীর সবার স্বপ্ন হলেও বেশি চিকন শরীর কারোই কাম্য নয়। প্রকৃতপক্ষে বেশি মোটা বা বেশি চিকন, কোনটাই ভাল নয়; উভয়ের মাঝামাঝি একটি সুঠাম দেহই কল্যাণকর।
তাই মোটা হওয়া বা ওজন বাড়ানো বা স্বাস্থ্য বাড়ানোর সহজ উপায় নিয়ে WikiReZon টীম এই অ্যাপটি ডেভেলপ করেছে।
জীবনে বড় হতে হলে জ্ঞানী ও অভিজ্ঞদের কাছ থেকে অনেক কিছু শিখতে হয়। মনীষীগণ তাদের কথা ও কাজের মাধ্যমে তাদের অনুসারী ও পরবর্তী প্রজন্মের জন্য শিক্ষা রেখে গেছেন। তাদের কথাগুলোই উক্তি বা বানী হিসেবে মানুষের কাছে পরিচিত। এ উক্তিসমূহ আমাদের জন্য প্রেরণামূলক ও অনুসরণীয়। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মহানবী হযরত মুহাম্মাদ (সাঃ) তার কথা ও কাজের মাধ্যমে সমগ্র মানবজাতির জন্য শিক্ষা দিয়ে গেছেন। তার কথাগুলো পরবর্তীতে সংরক্ষিত হয়েছে, যা আমাদের কাছে হাদিস হিসেবে পরিচিত। এ হাদিসসমূহ মানব জীবনের পাথেয়। মুহাম্মাদ (সাঃ) বলেন- “কর্মের ফল নিয়তের উপর নির্ভরশীল।” মুসলিম মনীষীদের মধ্যে শেখ সাদী (রহঃ) মানুষের জীবনের জন্য প্রয়োজনীয় অনেক কথা তার কবিতার ভাষায় লিখে গেছেন।
জীবনে সফল হওয়ার জন্য মনীষিদের বানী ও উক্তি আমাদেরকে অনেকভাবে প্রভাবিত করে। তাই বিভিন্ন বিষয়ে বরণীয় ব্যক্তিদের স্মরণীয় বাণী ও উক্তি নিয়ে WikiReZon টীম এই অ্যাপটি ডেভেলপ করেছে।
আমরা সবাই ভাল ছাত্র/ছাত্রী হতে চাই, পরীক্ষায় ভাল ফলাফল করতে চাই, জব এক্সামে ভাল করে ভাল চাকরি পেতে চাই। কিন্তু সমস্যা একটাই। কিভাবে পড়ালেখা করলে সফলতা লাভ করা যায় সেটাই জানা নেই। মেধাবী সবাই হতে চায়। কিন্তু মেধাবী হওয়ার শর্ত কী? কার্যকরী উপায় অবলম্বন না করে শুধু সারাদিন-সারারাত পড়ালেখা করলেই কি হয়? অনেকের তো পড়াই মনে থাকে না। সুতরাং, পড়ালেখার পাশাপাশি জানতে হয় এমন কিছু টেকনিক বা কৌশল যা আপনাকে সফলতার পথে অনেক দূর এগিয়ে দিতে পারে।
তাই WikiReZon টীম পড়ালেখার কার্যকর উপায় নিয়ে এই অ্যাপটি ডেভেলপ করেছে।
জ্বর-ঠান্ডা, সর্দি-কাশি, মাথা ব্যথা, পেট ব্যথা ইত্যাদি কারণে কম-বেশি সকলেরই ওষুধ খাওয়ার প্রয়োজন পড়ে। এছাড়া খাদ্যাভ্যাসে অনিয়ম ও ভেজাল খাদ্য খাওয়ার ফলে আজকাল গ্যাস্ট্রিক খুব কমন রোগ হয়ে দাঁড়িয়েছে। শরীর চর্চায় অনীহা আমাদের রোগবৃদ্ধির আরও একটি কারণ। তার উপর রয়েছে পরিবেশ দূষণ। এগুলোর ফলে প্রতিনিয়তই আমরা কেউ না কেউ অসুস্থ হয়ে পড়ছি।
অসুস্থ হলে ডাক্তারের সাথে কনসাল্ট করে ঔষধ কিনে খাওয়ার পরেও অনেক সময় কাজ হয় না। আমরা অনেকেই তখন ডাক্তারের উপর আস্থা হারিয়ে ফেলি। কিন্তু এমনও হতে পারে যে কেনা ওষুধেই কোন সমস্য ছিল। হতে পারে ওষুধের মেয়াদ ছিল না, হতে পারে ওষুধের ডোজ কম-বেশি হয়েছে কিংবা হতে পারে ভুল গ্রুপ এর ওষুধ কেনা হয়েছে ইত্যাদি। অনেক সময় ভুল নিয়মে ওষুধ সেবনের ফলে মারাত্মক কিছু পার্শ্ব-প্রতিক্রিয়া দেখা দেয়। ঔষধ খাওয়ার নিয়ম ও পূর্বসতর্কতা সম্পর্কিত ধারণার প্রয়োজনীয়তা অনুভব করে WikiReZon টীম এই অ্যাপটি ডেভেলপ করেছে। এ অ্যাপের উদ্দেশ্য হচ্ছে ওষুধ ক্রয় ও সেবনের ক্ষেত্রে যে বিষয়গুলো বিবেচনা করা উচিৎ সেগুলো সম্পর্কে সচেতন করা।
ভূতের গল্প কিংবা ভৌতিক কাহিনী সবাইকেই একটু হলেও শরীর কাঁপানো অনুভূতি দেয়। আবার অনেকেই স্বেচ্ছায় কিছুটা ভয় পেতে পছন্দ করে। তবে এ ভয় নিয়ন্ত্রণের মধ্যে থাকতে হয়। যাদের জীবনে রোমাঞ্চকর অভিজ্ঞতা কম, তারা সহ অনেকেই ভয়ংকর কোন ঘটনা বা গল্প পড়ে বা শুনে তার থ্রিলিং ভাব নিজের মধ্যে পেতে চায়। ভূতের গল্পে ভয় পেলেও তাই তারা এসব গল্প পড়ে থাকে। ভূত আছে কি নেই সে তর্কে না গিয়ে অনেকেই স্রেফ থ্রিল ও রোমহর্ষক অনুভূতি পাবার জন্য হরর বা ভৌতিক গল্পগুলো পড়তে চায়। তাই WikiReZon টীম কিছু ভৌতিক গল্প সংকলন করে এই অ্যাপটি ডেভেলপ করেছে।
মেহমানদারির জন্য চা রেসিপি জানা অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। নানান স্বাদের চা রেসিপি যাদের জানা আছে, তারা সুস্বাদু চা পরিবেশন করে মেহমানকে সহজেই সন্তুষ্ট করতে পারেন। সকালে বা বিকেলে হঠাৎ কোন অতিথি বাসায় চলে এলে সাধারণত চা –নাস্তা দিয়েই আপ্যায়ন করতে হয়। এছাড়া নিজেদের জন্য রকমারি চা তৈরি করতে হলেও বেস্ট চায়ের রেসিপি জানা জরুরি। চায়ের উপকারিতা অনেক। যারা নিয়মিত চা খান, তারা অবশ্যই চা খাওয়ার উপকারিতা ও সুফল ভোগ করে থাকেন। আজকাল কফি খাওয়ার প্রচলন বেশ বাড়লেও চা খাওয়া কিন্তু কমেনি। দিন দিন তাই হরেক রকম চা রেসিপি তৈরি হচ্ছে। নানা রকম চায়ের গুনাগুন সম্পর্কে অনেক লেখা রয়েছে। যারা চায়ের স্বাস্থ্যগুণ ও চা পানের উপকারিতা সম্পর্কে জানেন, তারা নানান রকম চা রেসিপি ট্রাই করে থাকেন। নতুন নতুন চা এর রেসিপি পরখ করে দেখা যাদের নেশা, তাদের জন্য WikiReZon টীম এ অ্যাপটি ডেভেলপ করেছে।
যারা বিদেশ থেকে পণ্য আমদানি করেন, তাদের জন্য এয়ারপোর্ট ট্যাক্স ও শুল্ক তালিকা জানার গুরুত্ব অবশ্যই অনেক বেশি। শুল্কযুক্ত পণ্য ও শুল্কমুক্ত পণ্য সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারণে অনেক সময় দামী ও মূল্যবান পণ্যও বিমান বন্দরে ফেলে আসতে হয়। পণ্য ভিত্তিক আমদানি শুল্ক ও বিমানবন্দর কর তালিকা জানার গুরুত্ব তাই অনেক।
এ উদ্দেশ্যেই WikiReZon টীম বিদেশী পণ্যের এয়ারপোর্ট ট্যাক্স তালিকা ২০১৭ নিয়ে অ্যাপটি ডেভেলপ করেছে। অ্যাপটিতে এয়ারপোর্ট কাস্টমস এর সহজ নির্দেশিকা বর্ণনা করা হয়েছে।
গ্রীষ্মের তীব্র দাবদাহে মানুষের জীবন বিপর্যস্ত। এ প্রচণ্ড গরমে ঘামের মাধ্যমে শরীর থেকে প্রচুর পানি বেরিয়ে যায়। এ পানির ঘাটতি পূরণের জন্য প্রচুর পরিমাণ পানি ও তরল খাবার খাওয়া আবশ্যক। কিন্তু শুধু পানিতে গলা ভিজলেও মন তো আর ভরে না। চাই আরও মজাদার ও সুস্বাদু কিছু। এক গ্লাস ফলের শরবত তখন খুবই লোভনীয় ও উপাদেয় হয়ে দাঁড়ায়। এই গরমে হাতের কাছেই পাকা বেল পেয়ে যাবেন। ব্যস! ঝটপট তৈরি করে ফেলুন বেলের শরবত। এ শরবত আপনার মন ও শরীর উভয়েরই খোরাক যোগাবে।
অন্তর্ভুক্ত বিষয়সমূহঃ
গরমে বেলের জুস / গরমে বেলের শরবত / বেলের জুস / বেলের শরবত / গরমের জুস / গরমের শরবত/ গরমের শরবত
এছাড়াও আমাদের সব এপস এর লিংক পেতে এখানে ক্লিক করুন অথবা ছবিতে ক্লিক করুন।
আমি সোহাগ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 61 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 11 টিউনারকে ফলো করি।