আয়কর নির্ণয় করার আপডেটেড এপ (২০১৭-২০১৮) অর্থবছর, মাত্র ৫ মিনিটে আয়কর নির্ণয় ও কর রেয়াত করুন।

আয়কর নির্ণয় করা খুব একটা কঠিন কাজ নয়, কিন্তু যারা ব্যবসায় শিক্ষা কিংবা একাউন্টিং বিষয়ে দক্ষ নয় তাদের জন্য সত্যই একটি কঠিন বিষয়। আয়কর নির্ণয়ের সাথে জড়িত আছে অসংখ্য পরিবর্তনশীল নিয়ম, যা প্রতি বছর বাজেট ঘোষণার সাথে সাথেই পরিবর্তীত হয়ে থাকে তাই সকলের সুবিধার্থে বাংলাদেশে সর্বপ্রথম মোবাইল আইটিপি এপস নিয়ে কাজ শুরু করি ২০১৪ সালে, এরই ধারাবাহিকতায় ২০১৫ সালে এই এপটি প্লে মার্কেট এ আপলোড করা হয়, বর্তমানে ২০১৭-২০১৮ অর্থবছরের আপডেট ও সংস্করণ করা হয়। কারা কারা এই এপে কর হিসাব করবেনঃ কোম্পানী ব্যতিত সবাই এই এপে কর নির্ণয় করতে পারবেন

কিভাবেঃ

প্রথমে 'আমাদের সম্পর্কে পেইজে আপনার বিভিন্ন তথ্য, পেশার ধরণ, সরকারী না বেসরকারী ইত্যাদি উল্লেখ করুন তারপর বের হয়ে আসুন। তারপর আপনি যে পেশার মানুষ ঐ পেশার সংশিষ্ট পেইজ পূরণ করে বের হয়ে আসুন

চাকুরিজীবীঃ

প্রথম পেইজ পূরণ করুন, বৈতনিক পেইজ পূরণ করে বের হয়ে আসুন, বিনিয়োগ ঘর পূরণ করে বের হয়ে আসুন তারপর কর নির্ধারণি পেইজে দেখতে পাবেন আপনার প্রদেয় কর ও রেয়াত এবং চূড়ান্ত কর।

গৃহসম্পত্তিঃ

আপনার যদি গৃহ সম্পত্তি খাতে আয় থাকে তাহলে আপনাকে প্রথম পেইজ পূরণের পর গৃহসম্পত্তির পেইজ পূরণ করবেন। যদি বিনিয়োগ থাকে তাহলে বিনিয়োগ পেইজ এ বিনিয়োগ দেখাতে হবে তার পর কর নির্ধারনি পেইজে দেখবেন।

ডাউনলোড:

ব্যবসায়ীঃ

ব্যবসায়ীরা শুধুমাত্র করনির্ধারণি পাতায় ৫ নং ঘরে আপনার আয় দেখাবেন। তারপর যদি বিনিয়োগ থাকে বিনিয়োগ পাতায় বিনিয়োগ দেখাবেন, করনির্ধারনী পাতায় প্রদেয় কর দেখতে পাবেন। এই অ্যাপে অনিচ্ছাকৃত ভুল হিসাব করতে পারে, তাই নিজ দায়ীত্বে হিসাব করবেন! বেশকিছু আয়কর হিসাব সফলভাবে নির্ণয় করা সম্ভব হয়েছে। কোন ভুলত্রুটি থাকলে প্লে স্টোর পেইজে টিউমেন্ট করার আহবান করা হলে, আমরা পরবর্তীতে সংস্করণে সঠিক করার
চেস্টা করব।

এই এপটি হয়তো আপনার কোন উপকারে নাও আসতে পারে, কিন্তু বাবা বা বড় ভাইদের এই এপটি ইন্সটল করে দিলে হয়ত তাদের অনেক উপকার হতে পারে। এই লিখাটি সম্পূর্ণ মৌলিক, আগে কোথাও প্রকাশিত হয়নি।

ধন্যবাদ

Level 2

আমি নাছের মিয়াজী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 38 টি টিউন ও 302 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আইনের মানুষ, প্রযুক্তির মানুষ, ইসলাম কে ভালোবাসি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস