স্মার্ট বাংলাদেশ (আপনি স্মার্ট, তো সব কিছু স্মার্ট)

আশা করি সবাই ভাল আছেন। বর্তমানে এন্ড্রয়েড ফোন বা ট্যাব যে কতটা জনপ্রিয় তা বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। যতই দিন যাচ্ছে কম্পিউটার থেকে অ্যান্ড্রয়েড ফোন ও ট্যাবের চাহিদা বেড়েই চলেছে। আর এখন আমরা আমদের প্রয়োজনীয় কাজগুলো Android Phone বা Tab দিয়ে করতেই বেশি পছন্দ করি।

আপনাদের কথা মাথায় রেখে চমৎকার একটি মোবাইল এপ্স তৈরি করেছি আমরা। আপাতত আমরা কয়েক টি ফিচার নিয়ে কাজ করছি। আপনার উৎসাহ পেলে এই এপ্সের মাধ্যমে ভালো কিছু পৌঁছে দেওয়া সম্ভাব।

আমাদের মেইন উদ্দেশ্য প্রয়োজনীয় সব কিছু একই প্লেজ থেকে আপনাদের হাতে পৌঁছে দেওয়া।

এপ্সের নামঃ Smart Bangladesh
স্লোগানঃ আপনি স্মার্ট, তো সব কিছু স্মার্ট

এপ্সের ফিচার গুলো নিয়ে আর আলোচনা করলাম না। কারণ এটা আপনার জন্য সারপ্রাইজ। এপ্সটি ডাউনলোড করেই দেখুন। ভালো না লাগলে বিফলে মুল্য ফেরত।

এই এপ্সটি মূলত প্রথম আলো এপ্স কন্টেস্টের জন্য বানিয়ে ছিলাম। এবং আমরা টপ ৩০ পজিশনের মধ্যেও ছিলাম। এখন আমরা এটাকে পাবলিক ভাবে রিলিজ করতে যাচ্ছি। অলরেডি এটা প্লে স্টোরে আপলোড করা হয়েছে।

বিঃদ্রঃ
১। শীঘ্রই আসছে লগইন অপশন এবং পয়েন্ট কাউন্ট সিস্টেম।
২। নির্বাচন করা হবে সপ্তাহিক "স্মার্ট ইউজার" এবং তার জন্য থাকছে আকর্ষণীয় স্মার্ট গিফট।
৩। যুক্ত হতে যাচ্ছে "স্মার্ট মেগা ডিসকাউন্ট" ফিচার। (সুপার সারপ্রাইজ)
৪। যুক্ত হবে আরোও স্মার্ট ফিচার।

এপ্স টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
আপনার অনুভুতি এখানে শেয়ার করতে পারেন (ভালো-মন্দ)

Level New

আমি ফারজানুল নাঈম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস