মাত্র ২ মিনিটে রিকভার করে ফেলুন আপনার মোবাইল থেকে ভূলে ডিলিট করে ফেলা যে কোন ছবি, ভিডিও, ফাইল।

আপনি কি মোবাইলে থেকে ভূল করে আপনার কোন গুরুত্তপূর্ণ ছবি, ভিডিও, ফাইল ডিলিট করে দিয়েছেন ? আর শুরু করেছেন কান্নাকাটি ? এখন কি করবেন?  তাহলে এই টিউনটি শুধুমাত্র আপনার জন্য। কান্নাকাটির দিন শেষ (আরও অনেক আগেই শেষ হয়েছে যদি আপনি না জেনে থাকেন)।

আজকে আমি এমন একটি অ্যাপস এর সাথে পরিচয় করিয়ে দিব যার মাধ্যমে আপনি খুব সহজেই ভুলক্রমে যে সকল ছবি, ভিডিও, ফাইল ডিলিট করে দিয়েছিলেন আপনার মোবাইল থেকে, সেগুলি রিকভার/রিস্টোর/ব্যাকআপ/চেকআপ সব করতে পারবেন।

অ্যাপসটির নাম হচ্ছে DUMPSTER এবং এটি আপনি নিচের ডাওনলোড লিংক থেকে ডাওনলোড করে নিতে পারেন।

ডাওনলোড লিংকঃ  https://play.google.com/store/apps/details?id=com.baloota.dumpster&hl=en

ডাওনলোড করার পর  মোবাইলে অ্যাপসটি ইন্সটল করে নিবেন। ইন্সটল কিভাবে করতে হবে সেটি জানতে চাহিয়া লজ্জা দিবেন না।

এখন আপনি যদি আপনার মোবাইল থেকে কোন কিছু মনের অজান্তে (অর্থাৎ গান গাইতে গাইতে) ডিলিট করে দেন তাহলে সেটি এই অ্যাপসটিতে জমা হয়ে যাবে। তারপর আপনি সেখান থেকে আপনার ডিলিট করা ফাইল রিকভার করতে পারবেন।

আরও বিস্তারিত জানতে নিচের ইউটিওব ভিডিওটি দেখতে পারেন। আমি সেখানে খুব ভালভাবে দেখিয়েছি কিভাবে আপনি ডিলিট হওয়া ছবি, ভিডিও, ফাইল রিকভার করতে পারবেন। আমার ফেসবুক পেজটিতে লাইক দিয়ে সবসময় টেকনোলজির সাথে আপডেটত থাকুন।

বিস্তারিত জানতে ভিডিওটি দেখুনঃ  https://www.youtube.com/watch?v=q9K4P3yprmc

আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ টিউনটি পরার জন্য। ভাল থাকবেন, সুস্থ থাকবেন আর আপনার নিজের খেয়াল রাখবেন।

(আমি টেকটিউনস এ নতুন। তাই সমস্ত ভূল ত্রুটি ক্ষমা করবেন। কারন আপনারা জানেন  Man Is Mortel – মানুষ মাত্রই ভূলশীল !)

আমার ইউটিওব চ্যানেলর লিংকঃ https://www.youtube.com/channel/UCTAP0GE_dMIar0AKK517gcw/videos

আমার ফেসবুক পেজ লিংকঃ http://www.facebook.com/TechPoribar

Level 0

আমি টেক পরিবার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস