আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন। আমি আল্লাহর রহমত এ ভালোই আছি। ভুল হলে মাফ করবেন। কম বেশি সবাই ফটো উঠতে লাইক করে কিন্তু ফটো টা মনের মতো করে এডিট করতে পারে না। ফটো এডিট করতে অনেক রে রিকোয়েস্ট করতে হয়। এখন থেকে আপনি নিজেই নিজের ফটো খুব সহজ এ এডিট করতে পারবেন । এই জন্য আপনাকে মনোযোগ সহকারে আমার টিউটোরিয়াল টি দেখতে হবে। তো চলুন শুরু করা যাক :
বর্তমান যুগে Android প্লাটফর্মের সবচেয়ে জনপ্রিয় এপপ্স হলো Pics Art।অনেকের ই কম্পিউটার নাই তাই বলে কি তারা ফটো এডিট করবে না আমি বলি হ্যা তারা অব্যশই ফটো এডিট করবে। আজকে আমি আপনাদের শিখবো কিভাবে Pics Art এপপ্স দিয়া খুব সহজ এ ফটো এডিট করতে হয় । Pics Art এপপ্স দিয়া আপনি কম্পিউটারের ফটোশপের মতো করে এডিট করতে পারবেন ।
হেয়ার স্টাইল করার জন্য আপনাকে Autodesk SketchBook Pro ডাউনলোড করতে হবে
ডাউনলোড লিংক : Autodesk SketchBook Pro
এই টিউটোরিয়ালটির মাধমে আপনি আরো অনেক কিছু শিখতে পারবেন।
আমার এই টিউটোরিয়ালটি যদি আপনাদের কাছে ভাল লাগে থাকে তাহলে অব্যশই লাইক, শেয়ার করুন। কোনো প্রব্লেম হলে ফেইসবুক এ মেসেজ দিতে পারেন।
আমি খাদিমুল ইসলাম। Presenter, Khadimul Creation, Tangail। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 59 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
You May Know Me But You Have No Idea Who I Am