রমজান ২০১৭ সালের সময়সূচীর অ্যানড্রয়েড অ্যাপ | সকল জেলা | সেহরী, ইফতারি ও আযানের লাইভ কাউন্টডাউন (মেগা অ্যাপ)

রমজান মাসে বিভিন্ন জেলার ইফতার, সেহরী ও নামাজের সময়সূচী নিয়ে প্লে-স্টোরে শত শত অ্যাপ আছে। তাদের মধ্য থেকে সেরা অ্যাপটির সাথে আপনাদেরকে এখন পরিচয় করিয়ে দিচ্ছি। চলুন দেখা যাক কি কি ফিচার সমৃদ্ধ এই অ্যানড্রয়েড অ্যাপটি।

রমজান ক্যালেন্ডার ২০১৭ / সেহরি ইফতারের সময়সূচী ২০১৭

  • * আপনার জেলা অনুযায়ী সারা বছরের সেহরি ও ইফতার এর সময়সূচী জানা যাবে।
  • * সারা বছরের নামাজের শুরুর ওয়াক্ত ও শেষ ওয়াক্ত জানা যাবে।
  • * ইন্টারনেট বা কোন খরচ ছাড়াই সারা বছর প্রতিদিন একটি করে হাদীসের নোটিফিকেশন পাওয়া যাবে।
  • * এই মুহুর্ত থেকে পরবর্তী সেহরি বা ইফতারের সময়ের countdown timer দেখা।
  • * পরবর্তী সেহরী ও ইফতারীর পূর্বে অ্যালার্ম সেট করার ব্যাবস্থা।

* বিশ্ব নন্দিত ২০ জনেরও অধিক ক্বারীর কন্ঠে শোনা যাবে কুরআন মাজীদের সম্পূর্ণ তিলাওয়াত।

* সেটিংস থেকে নোটিফিকেশনের সময়, জেলার নাম ইত্যাদি পরিবর্তনের সুযোগ রয়েছে।

* যে কোন জেলার সময়সূচী জানা যাবে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী।

* বাড়তি হিসেবে রয়েছে তসবীহ, কুরআন ও হাদীসের কিছু নির্বাচিত অংশ, রোজা, যাকাত, ফিতরা সম্পর্কিত মাসয়ালা ও আর্টিকেল।

এছাড়াও আরো রয়েছে রমজানের খাদ্যাভ্যাস নিয়ে বিস্তারিত লেখা।

এই অ্যাপটির মনমুগ্ধকর ফিচারগুলো যদি আপনার ভাল লেগে থাকে তাহলে এখনই ডাউনলোড করে নিন নিচের ডাউনলোড বাটনে ক্লিক করে।

http://www.mediafire.com/file/86x2vuh4dkso5u4/%E0%A6%B0%E0%A6%AE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8+%E0%A7%A8%E0%A7%A6%E0%A7%A7%E0%A7%AD+%E0%A6%95%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1%E0%A6%BE%E0%A6%B0+%E0%A6%B8%E0%A6%95%E0%A6%B2+%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE+.apk

Level 1

আমি মো আব্দুল কাওসার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 209 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পড়াশোনাঃ বিএসসি ইন কম্পিউটার সায়েন্স & ইঞ্জিনিয়ারিং অ্যাট বরেন্দ্র ইউনিভার্সিটি। জবঃ বর্তমানে আমি একটা আইটি ট্রেনিং সেন্টারে ট্রেইনার ও টেকনিক্যাল অফিসার হিসেবে পার্টটাইম জবে কর্মরত আছি। এখানে একই সাথে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, অফিস অ্যাপ্লিকেশন ও বেসিক কম্পিউটিং, নেটওয়ার্কিং (সিসিএনএ), ভিডিও এডিটিং ও ইউটিউব মার্কেটিং এবং আইসিটি রিলেটেড বিষয়গুলোর মাস্টার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস