এই টিউন টি হলো এ সম্পর্কে যে কিভাবে এন্ড্রয়েড প্যাকেজ এর অভ্যন্তরীণ xml ফাইল গুলো এনকোডিং UTF-8 আকারে দেখতে পারবেন। কিন্তু তা এডিট করতে পারবেন না। কেননা এগুলো Read Only আকারে থাকে। এতে করে যে কোনো এপ এর Android Menifest দেখতে পারবেন তাছাড়া রিসোর্স ডিজাইন গুলো দেখতে পারবেন। তাছাড়া আপনি যে শুধু এক্সেমেল ফাইল দেখতে পারবেন সে কথা নয় এই এপ টির সাহায্য সহযোগিতায় আপনি সহজে HTML বা XML তৈরি করতে পারবেন। চিত্র সহ টিউটোরিয়াল টি শিখুন।
Play Store থেকে Axel(xml viewer/editor) লিখে সার্চ করুন। তারপর তা ডাউনলোড করুন। এটি এপ এর ভিতরের xml ফাইল গুলো পড়ার অনুমতি দেয় যা স্বাভাবিক অক্ষর এ লিখা হয়না বরং বাইনারি কোড এ লিখা হয়ে থাকে যাকে স্বাভাবিক ভাষায় কম্পিউটার এর ভাষা বলা হয়।
যেভাবে Application/xml ফাইল গুলো দেখবেন →
xml ফাইল টির উপর ক্লিক করুন
Default গুলোর মধ্য থেকে Exel সিলেক্ট করুন।
এখন আপনি ফাইল টি এনকোডিং UTF-8 আকারে অর্থাৎ স্বাভাবিক ভাবে দেখতে পাবেন।
যেভাবে সহজে HTML এডিট করবেন →
App Drawer থেকে exel এ প্রবেশ করুন।
অতঃপর Document লিখা জায়গায় লঙ প্রেস করে রাখুন সেখান থেকে Element এ ক্লিক করুন।
আপনার Element লিখুন।
ওই এলিমেন্ট এ ক্লিক করুন।
নিচের দিখে তাকান।
+ লেখা বাটন টিতে ক্লিক করুন Attrbute (size = 8px) লিখুন।
Save এ ক্লিক করুন।
মেনু থেকে Preview এ যান।
এখন আপনি সব কিছু শিখে গেছেন তবু সমস্যা মানবের স্বাভাবিক প্রকৃতি হিসেবে আপনার সমস্যা, অভিযোগ, সহায়তা টিউমেন্ট করে জানান।
আমি আশরাফুল আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।