নিয়ে নিন তিনটি কাজের এপ্স ও গেমস

বিসমিল্লামহির রাহমানির রাহিম

আবার ফিরলাম মন মানলো না তাই আজকেই আরেকটা টিউন লিখতে বসে পড়লাম। বুঝতে পারছি প্রযুক্তি নেশায় আসক্তি বেড়ে গেছে। আল্লাহ জানে আমার কি হবে মজা কথা হলো যে প্রথমা টিউন্টা করতে ভয়ে ভয়ে অনেক ঘেমে গিয়েছিলাম।

কিন্তু এখন আর সেই ভয় টা লাগে না। ভয়টা কেটে গেছে অবশ্যই ভয় লাগার কথা কেন না এখানে দেশের বড় বড় লিজেন্ডরা টিউন করেন। আর আমি তো মাত্র তাদের ছাত্র হওয়ার ও যোগ্যতা রাখি না। কিন্তু তার পরেও খুব ভালো লাগে টিউন করতে নিজের মাথা থেকে কিছু বের হলো আর সেটা সবার সাথে শেয়ার করার মজাই অন্য রকম।

কেন যে সবাই কপি টিউন নিয়ে ব্যস্ত হয় আমি বুঝি না। কিন্তু টিটি আমার করা কয়েকটা টিউন ও কপি ভেবে ডিলিট করেছে। তবে কোনো প্রকার সমস্যা নেই। আমি তো জানি টিউন টা আমি নিজেই করেছি। যা হোক অনেক বকর বকর করে ফেললাম কাজের কথা আসা যাক।

আজকের তিনটি এপ্স হলোঃ

    এপ্স গুলো নিম্নরুপঃ

  • ফেইজবুক এপ্স
  • এন্ড্র ডাম্পার
  • ৮ বল পুল গেমস

সংক্ষিপ্ত বিবরণ দেই এপ্স গুলোরঃ

ফেইসবুক:

ফেইজবুকের নাম শোনে নাই এমন কেউ পৃথিবীতে আছে বলে মনে হয় না। বড় থেকে ছোট, বুরো থেকে বাচ্চা সবাই এক নামে চেনেন। ফেইজবুকের যত ফিচার আসছে অন্য কোনো এপ্স এর এতো ফিচার আছে বলে আমার মনে হয় না।
আমি যেটা দিবো সেটা হলো মোডেড এপ্স। মানে হলো এটা এক্সট্রা কোনো মেজেঞ্জার এর প্রয়োজন পরবে না। অনেক ফাস্ট এপ্স এটা। কিছু ইংরেজিতে দেখুন।

Facebook Alpha MOD

Keeping up with friends is faster than ever. Keeping up with friends is faster than ever
See what friends are up to Share updates, photos and videos Get notified when friends like and comment on your posts Text, chat and have group conversations Play games and use your favorite apps Now you can get early access to the next version of Facebook for Android by becoming a beta tester.

ডাউনলোড করুন এখান থেকে

এবার আসি দ্বিতীয় এপ্স এ

এটার নাম হলো এন্ড্রডাম্পার

  • সংক্ষিপ্ত বিবরণঃ

এটার মাধ্যমে ওয়াইফাই এর পাসওয়ার্ড হ্যাক করতে পারবেন। হ্যাক কি ভাবে করতে হবে সেটা আমি ভিডিও তৈরি করে আপলোড করে দিবো একটু সময় দিয়ে হেল্প করলেই হবে। বেশ ভালই এপ্সটা ডাউনলোড করেই দেখুন মজা লাগবে।
কিছু ইংরেজিতে পড়ুনঃ AndroDumpper (WPS Connect)

The Application will try to connect to WPS enabled Wifi Routers that have the WPS vulnerability
using some algorithms to connect to the Wifi.

Hacking anything is forbidden in all religions –
And this application has been developed for totally Testing and Educational purposes only, im not responsible for any bad usage or hacking other Routers that you don’t have the right to access

ROOT is NOT totally required

Location Permission is required for Wifi Network Scanning By Android
The application has two methods to connect

Root Method : Supported all android version but should be rooted.
No Root Method : supports only Android 5 (Lollipop) and up.
For Android 5 (Lollipop) and up

ডাউনলোড করুন এখান থেকে

এবার আসি তিন নম্বর আপ্স এ এটা একটা গেমস।

সংক্ষিপ্ত বিবরণঃ


গেমস বেশ ভাল। আমি এখনো গেমস টা খেলি। আমার মতে এই গেমস অনেকেই খেলেছে যাদের এখনো এই গেমস থেকে নেশা ছারাতে পারে নি। হ্যাঁ, আমার ও নেশা ধরে গিয়েছিলো তাই তো ছাড়তে অয়ারি নাহ 🙂 যা হোক গেমস টা খেলে দেখবেন মজা লাগবে। হ্যাঁ, ভালো কথা গেনস টা কিন্তু মোডেড। সুতরাং ভালো লাগবেই।

কিছু ইংরেজিতে পড়ুনঃ 8 Ball Pool: Billiards Pool

Requirements: Android 4.0.3+
Overview: Want to play a game in the most realistic pool games for Android? Just come to me to play 8 Ball Pool: Billiards Pool. The best game in Android for 8 pool ball.
Cool pool games, in this free games billar pool gratis, you can experience both 9 ball and 8 ball pool game. Play with friends with 2 player pool mode, play pool offline, or trick and cheat pool billiards pro around the world!
No more 8 ball pool hack or 8 ball pool cheats. With this 8 ball pool games,
Sinuca rewarded with plenty of cash and coins.

Infinite Chips
Infinite Diamonds

ডাউনলোড করুন এখান থেকে
আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তিতে কথা হবে প্রাণ খুলে। সাথে আছেন সাথেই থাকুন। ভালো থাকুন সুস্থ্যতা কামনা করি। আমার সাথে যেকোনো প্রয়োজনে মেসেজ করতে পারবেন। আমি মেহেদী হাসান মামুন

টুইট করুন টুইটারে
প্লাস করুন গুগোলে
মেসেজ করুন ফেইজবুকে
ভিজিট করুন ওয়েবসাইটে
ভিডিও দেখুন ইউটিউবে

The King is here

Level 8

আমি মামুন। COO, Injaazh Private Limited, Pabna। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 122 টি টিউন ও 134 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 50 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

{জানিয়ে দাও} (,) {না হয় জেনে নাও}


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় টেকটিউনস এই টিউনটা দুদিন আগের । নেট সমস্যা থাকার কারণে পাব্লিশ করতে পারি নাই । তাই আজকে করলাম । এটা বলার কারণ মিনিট পাঁচেক আগে আমার আরও একটা টিউন পাব্লিশ করা হয়েছে । ধন্যবাদ ।

nice tune..