কীভাবে টাইপিং ছাড়া চ্যাটিং করবেন ?

কীভাবে টাইপিং ছাড়া চ্যাটিং করবেন ?

আপনাদের জন্য আজকের এই টিউটরিয়ালে রয়েছে কীভাবে টাইপিং ছাড়া চ্যাটি করবেন? এর আগে আপনাদের কিছু কথা বলে রাখি। আপনারা হয়ত অনেকেই জানেন গুগল ফেসবুক ম্যাসেন্জার এর সাথে সরাসরি প্রতিযোগীতায় নামতে একটা ম্যাসেন্জার অ্যাপ বাজারে ছাড়ছে। অ্যাপটির নাম দেয়া হয়েছে Google Allo.

Google Allo এর বেশকিছু নতুন ফিচার রয়েছে। তার মধ্যে রয়েছে গুগল ভার্চুয়াল অ্যাসিসট্যান্ট। এই ভার্চুয়াল অ্যাসিসট্যান্ট এর মাধ্যমে গুগল আপনাকে ম্যাসেজ এর রিপলে করতে কিছু উ্ত্তর আপনার সামনে হাজির করবে। যেখান থেকে আপনি আপনার পছন্দমত উত্তর দিতে পারবেন।

ফেসবুক ম্যাসেন্জার বট গুগল অ্যাসিসট্যান্ট থেকেই কপি করা হইছে। কিন্তু ম্যাসেন্জার বট রিপলে সাজেশনটা কপি করতে পারে নাই। তাই এই দিক থেকে গুগল অ্যালো আগিয়ে আছে।

এছাড়াও গুগল অ্যালো এর কিছু অন্যান্য টুলস আছে। সেই টুলসগুলোর জন্য হলেও আপনাকে গুগল অ্যালো ব্যবহার করতে হবে। গুগল অ্যালোতে খবর, গান, গেমস, ফানি ভিডিও, কোন রেস্টুরেন্ট এর লোকেশন, অ্যালার্ম  সবকিছুই আপনাকে আপনার নময় অনুযায়ী জানিয়ে দিবে।

চ্যানেলে যেতে এখানে ক্লিক করুন।

Level 2

আমি মিল্টন হালদার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

হ্যালো আমি মিল্টন হালদার। আমি একজন ছাত্র এবং ব্লগার। আমি প্রযুক্তি ভালবাসায় এখানে আসা। আশাকরি নতুন নতুন টিউন করে আপনাদের মজা দিতে পারব।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

গুগল ভয়েস ব্যবহার করে টাইপ।

প্রিয় টিউনার ,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব, টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি।

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

ধন্যবাদ আপনাকে।