স্মার্ট বাংলাদেশ – যাহা চাইবেন, তাহাই পাইবেন

এপ্স নেমঃ Smart Bangladesh

শ্লোগানঃ যাহা চাইবেন, তাহাই পাইবেন

এপ্সের ফিচারঃ

  • ১। এপ্সে পাবেন বিশ্বের সকল টেকনোলজি ও স্পোর্ট আপডেট। ইভেন্ট ইনফরমেশন, শপিং অফার আমরাই পৌঁছে দিবো আপনার হাতে। দেশে বিদেশের ট্যুর অফার, স্কলারশিপ ও বুক আপডেট, শিক্ষা রিলেটেড কোর্স ইনফরমেশন সহ পাবেন প্রয়োজনীয় সব কিছু।
  • ২। স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টারের রানিং ও আপকামিং মুভি আপডেট সহ আরোও পাবেন মুভি রিভিউ। শীঘ্রই পেতে পারেন টিকিট কেনার অপশনও।
    থাকছে পুস নোটিফিকেশন, স্পেশাল কিছু আর মিস করবেন না।
  • ৩। বাংলাদেশের যেখানেই থাকুন। চিন্তা নেই? সেলন, লন্ডি, মসজিদ, মন্দির থেকে শুরু করে দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ ৫০ টি আইটেম খুজে পাবেন জাস্ট একটা ক্লিকেই। কারও উপর নির্ভরশীল হতে হবে না। এমন একটা ফিচার যুক্ত আছে “আশেপাশে”।
  • ৪। আমাদের লোকাল সার্ভিসের কথা মাথায় রেখে আমরা তৈরি করছি স্কোর বোর্ড মেশিন। ধরুন কলাবাগান ও আবাহনীর মধ্যে ক্রিকেট খেলা চলছে। আপনার সন্তান কত রান করছে, কত উইকেট পেয়েছে। আপনি বাসায় বসেই দেখতে পারবেন লাইভ স্কোর আপডেড সহ অনেক কিছু।
  • ৫। সময়ের ধারাবাহিকতায় এ ধরনের আরও এক্সক্লুসিভ ফিচার আসতে যাচ্ছে এপ্সের পিন সেক্টরে।
  • ৬। আপনার প্রোডাক্ট বা সার্ভিস সবার কাছে পৌঁছে দিতে চাচ্ছেন? চিন্তা নেই, আপনার ব্যবসায়িক প্রসারের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।
  • ৭। শীঘ্রই আসছে লগইন অপশন সহ আরও অনেক ফিচার। করতে পারবেন লাইক, ডিস লাইক, শেয়ার সাথে টিউমেন্টও। সময়ের সাথে যুক্ত হবে আরও অনেক কিছু।

ডাউনলোডঃ

এপ্সটি পাবেন EATL App Store এ http://eatlapps.com/apps/app_details/201752

প্রথমে EATL Apps Store টি ডাউনলোড করে নিতে হবে http://eatlapps.com/store/native/EatlStore.apk এখান থেকে।

তারপর ইন্সটল করে রান করবেন। তারপর New User এ ক্লিক করবেন। ভয় পাবেন না। একাউন্ট করতে হবে না। তার পর সার্চ অপশনে লিখবেন “Smart Bangladesh”। পেয়ে যাবেন কাঙ্ক্ষিত সেই এপ্সটি।

ভালো লাগলে অবশ্যই রিভিউ এবং শেয়ার দিয়ে ইন্সপায়ার করবেন।

আমাদের এপ্সের ফ্যান পেজঃ https://facebook.com/smartbdapp

এপ্সের কিছু স্কিনশটঃ

Level New

আমি ফারজানুল নাঈম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস