Pulsar Music Player একটা অসাধারণ মিউজিক প্লেয়ার। ফুল রিভিউ সাথে প্রো ভার্সন লিংক।

সুপ্রিয় টেকটিউনসবাসী,

সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশাকরি সবাই ভাল আছেন। আজকে একটা অসাধারণ মিউজিক প্লেয়ার এর রিভিউ নিয়ে এসেছি।

  • এপের নামঃ Pulsar
  • সাইজঃ ৩ এমবি (প্রায়)
  • প্লেয়ারটির ইউজার ইন্টারফেস দারুন। রেটিং ৪.৬

সাইজ অনুযায়ী এর ফিচার অনেক। ফ্রি ভার্শন এ যত গুলো ফিচার দেয়া আছে আমার মনে হয় অন্য কোন প্লেয়ারে তা নেই। শুধু ইকুইলাইজার ও কিছু থিম ছাড়া সব গুলোই আছে ফ্রি ভার্শন এ। সোয়াইপ করে গান পাল্টানো, ফেভারিট সং লিস্ট, লকস্ক্রিন আর্ট সেটিংস ছাড়াও আরো অনেক কিছুই করতে পারবেন। সবচেয়ে বড় কথা ফ্রি ভার্সনে কোন এড নেই।

কিছু স্ক্রিনশটঃ

 

**ফ্রি ভার্সন টি ডাউনলোড করতে Play Store Download Link: Download

** আর আপনি যদি পেইড এপ টি ডাউনলোড করতে চান তবে প্রথম টিউমেন্ট দেখুন। কারন এর আগে কিছু ফ্রি নেটের সফটওয়্যার এর লিংক শেয়ার করছিলাম। টেকটিউনস নোটিশ দিয়েছে আমি নাকি টিউজিটর দের বিভ্রান্ত করে আমার নিজের সাইটে নিয়ে যেতে চাইছি। তাই তারা টিউন ডিলিট করছে। তাই টিউমেন্টে লিংক দিলাম। তাছাড়া পেইড এপটা ডাউনলোড করার জন্যে Blackmart ব্যবহার করতে পারেন।

Level 2

আমি হ্যালো ওয়ার্ল্ড। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 66 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

একজন প্রযুক্তিপ্রেমিক। প্রযুক্তি সম্পর্কে জ্ঞান কম থাকলেও জানার আগ্রহ কম নেই। নিজে জানতে চেষ্টা করি এবং যেটুকু জানি তা অন্যকে জানাতে সর্বোচ্চ চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টেকটিউনস থেকে আপনার টিউনের নীতিমালা ভঙ্গের বিষয় সংশোধন করে দেওয়া হলো। আপনার টিউনটি লক্ষ করুন এবং খেয়াল করুন কোন কোন বিষয় সম্পাদনার মাধ্যমে আপনার টিউনটিকে টেকটিউনস নীতিমালার অধীনে নিয়ে আসা হয়েছে। আপনার পরবর্তী সকল টিউনে টেকটিউনস নীতিমালা মেনে চলার জন্য অনুরোধ করা হল।

টেকটিউনস দ্বারা সংশোধিত অংশ পুনরায় পরিবর্তন করে আবার নীতিমালার ভঙ্গের বিষয় অন্তর্ভুক্ত করা হলে এবং আপনার পরবর্তী টিউনে এ বিষয়ের পুনরাবৃত্তি হলে পুনরায় কোন প্রকার সতর্ক বিজ্ঞপ্তি না দিয়েই টিউন অপসারণ/মুছে ফেলা এবং বারংবার নীতিমালা ভঙ্গের জন্য টিউনারশীপ সাময়িক বা স্থায়ি ভাবে বরখাস্ত করা হতে পারে।

    Level 2

    ভাই কোন কোন বিষয় সংশোধন করলেন? জাস্ট টেক্সট কালার এবং লিস্টিং? এই দুটি?