হ্যালো টিউনার'স
আসসালামুয়ালাইকুম।কেমন আছেন সবাই?আশা করি ভাল আছেন।আমিও ভাল আছি।
আজকের এই পর্বে আমি আপনাদেরকে একটি স্পেসাল ট্রিক দেখাব। টাইটেল দেখে নিশ্চয় বুঝে গেসেন।।
আমি আজ আপান্দের দেখাব কিভাবে প্লে স্টোরের পেইড অ্যাপ গুল কিভাবে ফ্রী ডাউনলোড করবেন কোন প্রকার ঝামেলা ছারাই।
চলুন সুরু করা যাক।
১।প্রথমে আপনাকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপ টির নাম হল appvn।অ্যাপ টি আপনারা গুগল এ সার্চ করেই পেয়ে যাবেন।
গুগল থেকে অ্যাপ টি ডাউনলোড করে নিন। ধরে নিলাম আপনি অ্যাপ টি ডাউনলোড করেছেন।
২।এরপর অ্যাপ টি তে ধুকুন এবং উপরে অপশন এ আপনি নিউ একজন ইউজার হিসেবে রেজিস্ট্রেশান করুন।
৩। রেজিস্ট্রেশান করার পর আপনার আশল কজ শেষ। এরপর পরের কাজ সুরু।
৪। প্লে স্টোরে এ জান। যেকোনো একটি পেইড অ্যাপ সিলেক্ট করুন।
৫। অ্যাপ এর নিছে দেখুন রেভিউ এন্ড পাশে লেখা আছে শেয়ার।শেয়ার এ ক্লিক দিন।দেখবেন appvn এর লোগো আছে ওখানে।
৬।appvn সিলেক্ট করুন দেখবেন আপনাকে appvn এর ভিতর ডাউনলোড অপশন আসবে।
ডাউনলোড অপশন টি সিলেক্ট করুন।
কিছুক্ষন অপেক্ষা করুন।
দেখবেন ডাউনলোড সুরু হয়ে গেছে আর উপভগ করুন পেইড অ্যাপ এর মজা।
আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কেউ বুজতে না পারেন তাহলে নিচের ভিডিও টি দেখতে পারেন।
https://www.youtube.com/watch?v=9WeYaco2O8U
আর যদি কোন সমস্যা হয় টিউমেন্ট এ আমাকে অবশ্যয় জানাবেন।চেস্টা থাকবে সল্ভ করে দেয়ার।
আমার চ্যানেল এ ঘুরে আশতে পারেন নতুন নতুন কম্পিউটার সলিউসিওন এর জন্য। ধন্যবাদ।
আমি নিশান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 78 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সুন্দর ভিডিও