ফ্রীতে নিয়ে নিন ১০০% কার্যকরী বুস্টার অ্যাপ BOOSTit, আর আপনার ফোনকে দিন সীমাহীন গতি!

টেকটিউনস এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন।আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম একটি অসাধারন এন্ড্রয়েড ফোন বুস্টার অ্যাপ্লিকেশন যা আপনার প্রিয় এন্ড্রয়েড ফোনটিকে দিবে অসাধারন গতি।

অ্যাপটির নাম হলঃ BOOSTit - Boost & Clean Master

ইন্সটল লিঙ্কঃ Google Play Store / Apk-dl

এখন আমরা আলোচনা করব কি কি টুলস রয়েছে এই অ্যাপ্লিকেশনটিতে,

● ONE CLICK BOOST: এতে রয়েছে স্মার্ট রেম বুস্টার Widget যা আপনাকে মনে করিয়ে দিবে কখন আপনার মোবাইলের বুস্ট প্রয়োজন। আরও রয়েছে এক ক্লিকেই বুস্ট দেওয়ার সুবিধা।

● CPU COOLER: এই টুলসটি আপনার মোবাইলের ওভার হিটেট অ্যাপ্লিকেশন গুলি কিছু সময়ের জন্য বন্ধ রেখে আপনার মোবাইলকে করবে ঠাণ্ডা, যা আপনার ব্যাটারিকে দিবে দীর্ঘ জীবন!

   

● CACHE CLEANER: আপনার মোবাইলের জাঙ্ক ফাইল গুলি ডিলিট করুন শুধুমাত্র এক ক্লিকেই!

 

● RAM BOOSTER: এর এডভান্স রেম বুস্টার অপশন আপনার মোবাইলের ram কে করবে আরও দ্রুততর।

 

● JUNK IMAGE/ DUPLICATE CLEANER: এই অ্যাপটির মধ্যে আমার সব চেয়ে বেশি ভাল লেগেছে এই অপশনটি। ব্যবহার করে দেখুন আপনারও ভাল লাগবে। এই টুলস এর মাধ্যমে আমি আমার মোবাইলের লুকনো ৮ জিবি স্পেস ফেরত পেলাম।

● APP MANAGER: এই অপশনের মাধ্যমে আপনি যে যে সুবিধা গুলু পাবেনঃ

  • Backup apps apk
  • Uninstall unused apps easily
  • Disable system apps
  • Search in store
  • App details

● DISK USAGE: এই টুলসে একটি ডায়াগ্রাম এর মাধ্যমে আপনার মোবাইলের ইন্টারনাল ও এক্সটারনাল স্পেস সম্পর্কে জানতে পারবেন।

● GAME BOOSTER: যারা অনলাইন বা ব্যাটারি কিলার গেম গুলো খেলেন (ক্লেশ অফ ক্লেন্স,বুম বীচ, হাইওয়ে রাইডার, মাইন ক্রাফট ইত্যাদি) তাদের জন্য এই অ্যাপটি খুবই কার্যকরী।

এর টুলবক্স অপশনে রয়েছে আরও অনেক গুরুত্বপূর্ণ টুলস যা আপনার মোবাইলকে দিবে আরও ন্তুন নতুন সুবিধা।

লিখাটি কস্ট করে পরবার জন্য অনেক ধন্নবাদ।টিউনটি ভাল লাগলে আপনার মূল্যবান টিউমেন্টটি করতে ভুলবেন না যেন!!

 

 

Level 2

আমি ফারুক আবেদিন রাজু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস