অ্যান্ড্রয়েডের বুট এনিমেশন পরিবর্তন করুন সহজেই! root

বুট এনিমেশন! মানে আপনি যখন আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসটি বন্ধ থেকে চালু করবেন তখন আপানার ডিভাইস ম্যানুফেকচারের লোগো / এনিমেশন দেখা দেয়। তবে আপনি যদি রুট ইউজার হন তাহলে আপনি খুব সহজেই আপনার ডিফল্ট বুট এনিমেশনটি পরিবর্তন করে নিতে পারেন। তবে এর জন্য আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসটি রুটেট হতে হবে। তবে চলুন শুরু করি!

 

 

প্রথমে বুট এনিমেশন নামক এপপ টি ইন্সটল করে নিন।

লিংক :

 

প্লে-স্টোর

 

মেনুয়াল ডাউনলোড

 

> এপপটি ইন্সটল করুন। তারপর ইন্টারনেট কানেক্ট থাকা অবস্থায় এপপটি চালু করুন।

 

আপনার পছন্দসই ডিজাইনটি নির্বাচন করুন

> এবার এপপটি আপনাকে বিভিন্ন টাইপের, বিভিন্ন ডিজাইনের এনিমেশনগুলো দেখাবে, এখান থেকে আপনার পছন্দসই ডিজাইনে ক্লিক করুন।

 

লোগোতে ক্লিক করে আপনি প্রিভিউ দেখতে পারবেন
এবার শুধু ইন্সটলের পালা

> এবার শুধু ডিজাইনটি ডাউনলোড করুন আর এপ্লাই করে দেখুন।

 

এর পরের বার যখন আপনি আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসটি রির্স্টাট করবেন তখন থেকেই আপানার এই কাস্টম বুট এনিমেশনটি একটিভ হয়ে যাবে।

এছাড়াও এই এপপটির মাধ্যমে আপনি আপনার মেমোরি কার্ড থেকেও এনিমেশন ইন্সটল, ব্যাকআপ ইত্যাদি করতে পারবেন।

 

এই ব্যাকআপ অপশনে গিয়ে আপনি আগের অবস্থায় ফিরে আসতে পারবেন

তবে কোনো কারণ বশত আপনার সেটের আগের বা ডিফল্ট এনিমেশনে ফিরে আসতে হলে আপনাকে এপপ টির ব্যাকআপ অপশনে গিয়ে আপনার ডিফল্ট এনিমেশনটি একটিভ করে নিতে হবে।

 

অথবা সরাসরি আপনার পছন্দসই বিষয়টি সার্চও দিতে পারেন

 

এপপটির রয়েছে আরো বোনাস সুবিধা

আর মজার ব্যাপার হচ্ছে, আপনি এই এপপটির ব্যবহারের মাধ্যমে একাধিক কাস্টম বুট এনিমেশন এক সাথে সেট করতে পারবেন! মানে এক এক সময় এক এক এনিমেশন আসবে!

তবে বলা বাহুল্য যে, অন্য পদ্ধতিতেও কাস্টম বুট এনিমেশন সেট করা যায় তবে যেহেতু এটি সম্পূর্ণ সিস্টেম ফাইলের মডিফাইড করা হচ্ছে তাই অন্যান্য পদ্ধতিতে এই কাজ না করাই ভালো, না হলে সেট ব্রিক হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। তবে যেহেতু এই এপপ এর মাধ্যমে ব্যাকআপ অপশনটি রয়েছে তাই আজ আমি এই এপপটি আপনাদের সাথে শেয়ার করলাম।

 

আর টেকটিউনসে এই এপপ নিয়ে আগে কোনো টিউন হয়ে থাকলে আমি আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি।

 

ধন্যবাদ।

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস