এখন এন্ড্রয়েড দিয়ে ব্লক করুন যেকোনো ওয়েবসাইট!!!!!!

টিউন বিভাগ অ্যান্ড্রয়েড Apps
প্রকাশিত
জোসস করেছেন

আপনার পছন্দের এন্ড্রয়েড ফোন থেকে অনাকাঙ্ক্ষিতভাবে কেউ যাতে "যততত্র" যেকোনো ওয়েবসাইটে ঢুকতে না পারে, সে ব্যবস্থা এখন আপনি সহজেই করতে পারবেন।
স্মার্টফোনে নির্দিষ্ট কিছু ওয়েবসাইট যাতে না খোলে (অর্থাৎ ব্লক করে রাখা), সেজন্য এই সাইট ব্লক করে রাখতে হয়। আর এজন্য সবচেয়ে ভাল হয় Host Editor নামের Application টি। এই অ্যাপ্লিকেশন ব্যবহার করে নেটওয়ার্কের Host File কে সম্পাদন করার মাধ্যমে আপনার স্মার্টফোনে সাইট ব্রাউজিংয়ের ক্ষেত্রে সীমাবদ্ধতা আনতে পারেন।
Host Editor app টি মূলত একেকটি ওয়েবসাইটের জন্য একেকটি IP Address নির্ধারণকরে দেয় এবং অনুমতি ছাড়া কাউকে আপনার ব্লক করে রাখা সাইটে প্রবেশ করতে দেয় না।
এজন্য আপনাকে যা করতে হবে, তা হলো-
প্লে-স্টোর থেকে "Host Editor" app টি প্রথমে নামিয়ে Instoll করে নিন।
ইনস্টল শেষে সেটি চালু করে menu থেকে new entry নির্বাচন করুন।এবার IP Address ঘরে 127.0.0.1 লিখে Host Entry ঘরে আপনি যে ওয়েবসাইটি ব্লক করতে চান, তার ঠিকানা (যেমন facebook.com) লিখে Save New Host বাটন চেপে সেটি সংরক্ষণ করে নিন।
এভাবে আপনার যতগুলো ওয়েবসাইট ব্লক করা দরকার, New Entry চেপে তা করে নিতে পারেন।
খেয়াল রাখবেন, প্রথমে যে সাইট ব্লক করবেন তার জন্য IP Address ঘরে 127.0.0.1 লিখলে দ্বিতীয়টির জন্য IP Address ঘরে 127.0.0.2লিখতে হবে।
এভাবে আপনি যতগুলো ওয়েবসাইট ব্লক করবেন,প্রতিবার IP Address এর ঘরের আইপি ঠিকানার শেষের ব্লক পর্যায়ক্রমে বাড়তে থাকবে।
এভাবে কাজটি করলে আপনার নির্দিষ্ট করা সাইটটি ব্লক হবে এবংকেউ সেটি Visit করতে (ঢুকতে)পারবে না।

Level 1

আমি আদিল ইবনে সোলাইমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Eta ki sotti kaj kore?

সকল এডাল্ট সাইট একসাথে ব্লক করার কোন উপায় আছে?

রুট থাকা লাগবে। এটাতো বলেন নি।

রুট লাগবে না bro!!!!