দাবা খেলুন অন্যের সাথে ব্লুটুথ, WiFi কিংবা অনলাইনে! নিজের স্কিলকে ছড়িয়ে দিন বিশ্বময় দেখে নিন দাবা খেলার সেরা অ্যাপ/ সাইট কোনটি?

টিউন বিভাগ অ্যান্ড্রয়েড Apps
প্রকাশিত
জোসস করেছেন

শুরুতেই আমার অনলাইনে দাবা খেলা নিয়ে কিছু এক্সপেরিয়েন্স শেয়ার করি আপনাদের সাথে। 😛

"Leoalto" নামের এই ব্যক্তির সাথে অনলাইনে দাবা খেলার এক পর্যায়ে যখন আমার নৌকা ওর শেষ কক্ষে দিলেই চেকমেট তার কিছু পূর্ব হতেই চ্যাট চলছিল। আমিই আগ বাড়িতে জিজ্ঞাসা করলাম,
আপনি কোন দেশ হতে খেলছেন?
-আগে আপনারটা বলুন tongue emoticon
বাংলাদেশ। আপনি? smile emoticon
-বাংলাদেশ? (বাংলাদেশ নামে কোন দেশ আছে কিনা তা নিয়ে উনি সম্ভবত কনফিউজড)
হুম। বাংলাদেশ।
- ওহ. এটা ইন্ডিয়াতে রাইট? unsure emoticon (ফৈইন্নির পুত কিতা কস?) grumpy emoticon
হুম squint emoticon আপনি?
-আর্জেন্টিনা
[বাংলাদেশ যে ইন্ডিয়ার একটা প্রদেশ সেটা আমি না বুঝলেও উনি বুঝেছেন].
উনার পর আরেক জনের সাথে শুরু করলাম।
পরপর দুই ম্যাচে হারার পর ৩য় ম্যাচের শুরুতেই উনার ম্যাসেজ,
- এক্সকিউজ মি! (লেখার ধরন দেখে মনে হচ্ছে তিনি কোন মেয়েকে ম্যাসেজ দিলেন)
ইয়াহ! (আমার জবাব)
-আপনার নামটা কি জানতে পারি? (যদিও চেজ বোর্ডের নিচেও নাম দেখা যাচ্ছে)
কাওসার squint emoticon আপনি?
-আহমেদ! আচ্ছা আপনি কোন দেশের?
বাংলাদেশ। আপনি?
-মিশর। আচ্ছা আপনি কি মেয়ে নাকি ছেলে? (ফৈইন্নির পুত কিতা কস?) grumpy emoticon
আমার খেলার ধরন দেখে কি মেয়ে মনে হচ্ছে? আমি জেন্টলম্যান squint emoticon
-ওউউ. মিশরে "কাওসার" হল মেয়েদের নাম। tongue emoticon
হোয়াট দ্যা সীট আর ইউ টকিং? grumpy emoticon
-বিশ্বাস না হলে একদিন চলে আসেন আমাদের দেশে (বিদেশ ভ্রমণের প্রথম দাওয়াত পেলাম) tongue emoticon
[এরপর রিপ্লাই দিতে গিয়ে দেখি উনি ডিসকানেক্টেড (পরে জানলাম ওর রাউটারে প্রবলেম ছিল)].
এভাবেই অনলাইন চেজে একজন আমাকে মেয়ে ও আরেক জন ইন্ডিয়ান বানিয়ে দিল। 😥

এবার মূল কথায় আসি। যারা ওয়েব সাইটে গিয়ে দাবা খেলতে চান তারা ভিজিট করুন এই সাইট। অনলাইনে দাবা খেলার সবচেয়ে জনপ্রিয় সাইট এটি। সব সময় তো আর পিসিতে বসে খেলা পসিবল না তাইনা? কারণ আমরা সব সময় ফোন নিয়েই বেশি পড়ে থাকি। তাহলে এবার অ্যাপের কথা বলি। দাবা খেলার সেরা অ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। এই অ্যাপের মাধ্যমে প্রতিপক্ষের সাথে ব্লুটুথ কিংবা WiFi দিয়েও খেলতে পারবেন। এক্ষেত্রে দুজনেরই ফোন থাকতে হবে। ব্লুটুথ কিংবা WiFi তো নির্দিষ্ট রেঞ্জের মধ্যে থাকে তাইনা? নো প্রবলেম। আপনি আপনার কাঙ্খিত ব্যক্তির সাথে অনলাইনেও লাইভ খেলতে পারবেন। সেই সাথে চ্যাট করার ব্যবস্থাও আছে। শুধু কি তাই? বিশ্বের বিভিন্ন দেশের প্লেয়ারদের সাথেও খেলতে পারবেন। এই অ্যাপটি ছোট্ট হলেও এতে আছে অনেক ফিচার যা আমি এই ছোট্ট টিউনে সবগুলো ফিচার নিয়ে আলোচনা করতে পারব না। আর প্রথম বার এই অ্যাপটি ইউজ করতে গেলে আপনি অনেক কিছুই বুঝতে পারবেন না। তাই আপনাদের সুবিধার্থে পুরো অ্যাপটির সম্পূর্ণ ফিচার নিয়ে একটি ভিডিও নিয়ে এসেছি। দেখতে চাইলে এখানে ক্লিক করুন। অথবা এই সাইটেই দেখুন। নিচে দিয়ে দিলাম।

ভিডিওটি ভাল লেগে থাকলে লাইক, শেয়ার দিতে ভুলবেন না। আর হ্যাঁ কোন মতামত কিংবা কিছু জানার থাকলে টিউমেন্ট করতে পারেন। 😛

Level 1

আমি মো আব্দুল কাওসার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 209 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পড়াশোনাঃ বিএসসি ইন কম্পিউটার সায়েন্স & ইঞ্জিনিয়ারিং অ্যাট বরেন্দ্র ইউনিভার্সিটি। জবঃ বর্তমানে আমি একটা আইটি ট্রেনিং সেন্টারে ট্রেইনার ও টেকনিক্যাল অফিসার হিসেবে পার্টটাইম জবে কর্মরত আছি। এখানে একই সাথে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, অফিস অ্যাপ্লিকেশন ও বেসিক কম্পিউটিং, নেটওয়ার্কিং (সিসিএনএ), ভিডিও এডিটিং ও ইউটিউব মার্কেটিং এবং আইসিটি রিলেটেড বিষয়গুলোর মাস্টার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এই গেমস টা অনেক আগেই আমি পোষ্ট করেছি খুবই ভাল গেমস এর থেকে ভাল দাবা গেমস আর নাই।আমার প্রোফাইল চেক করে দেখতে পারেন।আপনি কি এই গেমস টা আমার পোষ্ট থেকে ই নামিয়েছিলেন না কি আপনি ই খুজে বের করেছিলেন?আমি কিন্তু অনেক দাবা গেমস ট্রাই করে এই গেমস টা খুজে বের করেছি।ওকে নাইছ টিউন।

    ক্রেডিট নেয়ার ব্যাপারটা বাঙালীর একটা বদভ্যাসে পরিণত হয়েছে সেটা আপনার টিউমেন্ট না পড়তে জানতাম না। আপনার পোস্টের বিষয় বস্তুর সাথে আমার পোস্টের কোন অংশের মিল আছে বলুন তো জনাব? পোস্টটা যদি আপনার দেখেই দিতাম তাহলে তো ডাউনলোড লিংক হিসেবে আপনার মিডিয়া ফায়ারের লিংকই থাকতো এবং পোস্টের কনটেন্টও আপনার পোস্টের সাথে মিলে যেত তাছাড়া ওয়েব সাইটের ব্যাপারটা আসতো না। যাইহোক, ভিডিওটার কথা কিন্তু বাদই দিলাম। 😛

      আপনার মাথায় কি গোবর না কি আপনার পড়তে কোন সমস্যা আছে ভাই?আমি কি বলছি যে আপনি আমার পোষ্ট টা কপি করছেন?আমি শুধু একটা প্রশ্ন করেছি যে গেমস এর সন্ধান টা কি আমার পোষ্ট থেকে পাইছেন কি না কারণ অনেক আগে প্লে স্টোর চেজ লিখে সার্চ দিলে এই গেমস টা অনেক শেষের দিকে আসত।আর আমি ভাই বাঙালী।আপনি কি চাইনিজ না আফ্রিকান?

        গ্লাসটি পানিতে অর্ধেক ভর্তি। গ্লাসটির অর্ধেক এখনো ফাঁকা আছে। দুটি একই কথা জনাব। ১মটা বলে আপনি ২য়টা অস্বীকার করতে পারেন না। তাছাড়া আপনার কমেন্টের অর্থ কি সেটা কি সেটা নিজে না বুঝলে অন্য কারো কাছ থেকে তর্জমা করে নিয়েন প্লিজ। 🙂