শুরুতেই আমার অনলাইনে দাবা খেলা নিয়ে কিছু এক্সপেরিয়েন্স শেয়ার করি আপনাদের সাথে। 😛
"Leoalto" নামের এই ব্যক্তির সাথে অনলাইনে দাবা খেলার এক পর্যায়ে যখন আমার নৌকা ওর শেষ কক্ষে দিলেই চেকমেট তার কিছু পূর্ব হতেই চ্যাট চলছিল। আমিই আগ বাড়িতে জিজ্ঞাসা করলাম,
আপনি কোন দেশ হতে খেলছেন?
-আগে আপনারটা বলুন
বাংলাদেশ। আপনি?
-বাংলাদেশ? (বাংলাদেশ নামে কোন দেশ আছে কিনা তা নিয়ে উনি সম্ভবত কনফিউজড)
হুম। বাংলাদেশ।
- ওহ. এটা ইন্ডিয়াতে রাইট? (ফৈইন্নির পুত কিতা কস?)
হুম আপনি?
-আর্জেন্টিনা
[বাংলাদেশ যে ইন্ডিয়ার একটা প্রদেশ সেটা আমি না বুঝলেও উনি বুঝেছেন].
উনার পর আরেক জনের সাথে শুরু করলাম।
পরপর দুই ম্যাচে হারার পর ৩য় ম্যাচের শুরুতেই উনার ম্যাসেজ,
- এক্সকিউজ মি! (লেখার ধরন দেখে মনে হচ্ছে তিনি কোন মেয়েকে ম্যাসেজ দিলেন)
ইয়াহ! (আমার জবাব)
-আপনার নামটা কি জানতে পারি? (যদিও চেজ বোর্ডের নিচেও নাম দেখা যাচ্ছে)
কাওসার আপনি?
-আহমেদ! আচ্ছা আপনি কোন দেশের?
বাংলাদেশ। আপনি?
-মিশর। আচ্ছা আপনি কি মেয়ে নাকি ছেলে? (ফৈইন্নির পুত কিতা কস?)
আমার খেলার ধরন দেখে কি মেয়ে মনে হচ্ছে? আমি জেন্টলম্যান
-ওউউ. মিশরে "কাওসার" হল মেয়েদের নাম।
হোয়াট দ্যা সীট আর ইউ টকিং?
-বিশ্বাস না হলে একদিন চলে আসেন আমাদের দেশে (বিদেশ ভ্রমণের প্রথম দাওয়াত পেলাম)
[এরপর রিপ্লাই দিতে গিয়ে দেখি উনি ডিসকানেক্টেড (পরে জানলাম ওর রাউটারে প্রবলেম ছিল)].
এভাবেই অনলাইন চেজে একজন আমাকে মেয়ে ও আরেক জন ইন্ডিয়ান বানিয়ে দিল। 😥
এবার মূল কথায় আসি। যারা ওয়েব সাইটে গিয়ে দাবা খেলতে চান তারা ভিজিট করুন এই সাইট। অনলাইনে দাবা খেলার সবচেয়ে জনপ্রিয় সাইট এটি। সব সময় তো আর পিসিতে বসে খেলা পসিবল না তাইনা? কারণ আমরা সব সময় ফোন নিয়েই বেশি পড়ে থাকি। তাহলে এবার অ্যাপের কথা বলি। দাবা খেলার সেরা অ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। এই অ্যাপের মাধ্যমে প্রতিপক্ষের সাথে ব্লুটুথ কিংবা WiFi দিয়েও খেলতে পারবেন। এক্ষেত্রে দুজনেরই ফোন থাকতে হবে। ব্লুটুথ কিংবা WiFi তো নির্দিষ্ট রেঞ্জের মধ্যে থাকে তাইনা? নো প্রবলেম। আপনি আপনার কাঙ্খিত ব্যক্তির সাথে অনলাইনেও লাইভ খেলতে পারবেন। সেই সাথে চ্যাট করার ব্যবস্থাও আছে। শুধু কি তাই? বিশ্বের বিভিন্ন দেশের প্লেয়ারদের সাথেও খেলতে পারবেন। এই অ্যাপটি ছোট্ট হলেও এতে আছে অনেক ফিচার যা আমি এই ছোট্ট টিউনে সবগুলো ফিচার নিয়ে আলোচনা করতে পারব না। আর প্রথম বার এই অ্যাপটি ইউজ করতে গেলে আপনি অনেক কিছুই বুঝতে পারবেন না। তাই আপনাদের সুবিধার্থে পুরো অ্যাপটির সম্পূর্ণ ফিচার নিয়ে একটি ভিডিও নিয়ে এসেছি। দেখতে চাইলে এখানে ক্লিক করুন। অথবা এই সাইটেই দেখুন। নিচে দিয়ে দিলাম।
ভিডিওটি ভাল লেগে থাকলে লাইক, শেয়ার দিতে ভুলবেন না। আর হ্যাঁ কোন মতামত কিংবা কিছু জানার থাকলে টিউমেন্ট করতে পারেন। 😛
আমি মো আব্দুল কাওসার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 209 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পড়াশোনাঃ বিএসসি ইন কম্পিউটার সায়েন্স & ইঞ্জিনিয়ারিং অ্যাট বরেন্দ্র ইউনিভার্সিটি। জবঃ বর্তমানে আমি একটা আইটি ট্রেনিং সেন্টারে ট্রেইনার ও টেকনিক্যাল অফিসার হিসেবে পার্টটাইম জবে কর্মরত আছি। এখানে একই সাথে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, অফিস অ্যাপ্লিকেশন ও বেসিক কম্পিউটিং, নেটওয়ার্কিং (সিসিএনএ), ভিডিও এডিটিং ও ইউটিউব মার্কেটিং এবং আইসিটি রিলেটেড বিষয়গুলোর মাস্টার...
এই গেমস টা অনেক আগেই আমি পোষ্ট করেছি খুবই ভাল গেমস এর থেকে ভাল দাবা গেমস আর নাই।আমার প্রোফাইল চেক করে দেখতে পারেন।আপনি কি এই গেমস টা আমার পোষ্ট থেকে ই নামিয়েছিলেন না কি আপনি ই খুজে বের করেছিলেন?আমি কিন্তু অনেক দাবা গেমস ট্রাই করে এই গেমস টা খুজে বের করেছি।ওকে নাইছ টিউন।