Periscope অ্যাপ দিয়ে এখন থেকে আপনিও করতে পাড়বেন সরাসরি সম্প্রচার (Live Broadcast) আপনার Android ফোন দিয়ে। Live Stream Video শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে।
হ্যালো বন্ধ্যরা কেমন আসছেন সবাই, আশাকরি ভালো আছেন।
তো আজকে আমি আপনাদের সামনে হাজির হলাম একটি অ্যাপ নিয়ে, যেটা দিয়ে সরাসরি সম্প্রচার (Live Broadcast) করা যায়, তাও আবার আপনার ফোন দিয়ে।
Periscope এই অ্যাপ মূলত Twitter এর তৈরি করা Live Stream ভিডিও শেয়ার করার জন্য একটি অ্যাপ।
এটা Android এবং iOS এর জন্য রিলিজ করছে।
তো চলুন সুরু করা যাক। প্রথমে আপনাকে যা করতে হবে। আপনার android ফোনে থাকা play store অ্যাপ ওপেন করুন তারপর সার্চ বার থেকে সার্চ করুন 'Periscope' প্রথমে যে অ্যাপটি আসবে সেটা ইন্সটল করুন।
তারপর অ্যাপটি ওপেন করুন, তারপর সাইন ইন করতে বলবে যদি আপানর twitter account থাকে তাহলে সেটা দিয়ে লগইন করুন। অ্যাপ ওপেন হলে দেখবেন নিচে বাম কোনে একটি ক্যামেরা আইকন আসছে ওটাতে ক্লিক করুন।
না বুজলে উপরের ইমেজটা দেখতে পারেন।
এখানে আপনার Broadcast এর জন্য একটা টাইটেল দেয়া লাগবে, সেটা দিয়ে 'START BROADCAST' বাটনে ক্লিক করুন কাজ শেষ।
এখন আপনার এই ভিডিও Twitter থেকে আপানর Follower এই Stream Video টা সরাসরি দেখতে পাবে।
আমার কথা যদি কারো বুজতে অসুবিধা হয়ে, নিচের এই ভিডিও টি দেখতে পারেন।
জনপ্রিয় নতুন কিছু সফটওয়্যার এর পেইড ভার্সন ফ্রীতে পেতে আমার এই Programming Art চ্যানেল টি দেখতে পারেন, ভালো লাগলে Like, Comment এবং Subscribe করবেন।
Social নেটওয়ার্ক সম্পর্কিত সকল Trick and Tips শেয়ার করা হয় আমার এই চ্যানেলে।
YouTube Channel - Trick and Tips
আবার হইতো নতুন কোন টিউন নিয়ে আপনারদের সামনে হাজির হবো, সে পর্যন্ত ভালো থাকবেন সে কামনায়। আল্লাহ্ হাফেজ।
আমি মোঃ রিয়াজ উদ্দিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সবার থেকে একটু আলাদা করে চিন্তা করতে কেন জানি ভালো লাগে। ভালো লাগে নতুন কিছু শিখতে। নতুন কিছু জানতে। সেই জানা শিখা থেকে কিছু অন্য কে জানাতে ভালো লাগে।
এইটা তো খালি তারাই দেখতে পারবে যাদের টুইটার একাউন্ট আছে তাইনা??