CLASH OF CLANS গেমে ভাল ক্লানের গুরুত্ব কতটুকু? আর যারা এখনো কোন ভাল ক্লানে নেই তাদের জন্য

প্রিয় টিউনার,ভিজিটর ও টেকটিউনসের সবাইকে সালাম। আমি CLASH OF CLANS নিয়ে কোন টিপস পেলে শেয়ার করার চেস্টা করি বা কিছু শেয়ার করার কথা মনে হলেই লিখতে ইচ্ছা করে।   ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।বর্তমানে আমরা প্রায় সবাই স্মার্টফোনে এবং bluestackes এর মাধ্যমে এটা নেশার মত খেলে থাকি। কারন বর্তমানে যেসব আধুনিক মোবাইল strategy গেম আছে CLASH OF CLANS তাদের মধ্যে সব চাইতে এক্সছাইটিং।এই গেম সম্পর্কে বলার কিছু নেই,কম বেশি সবাই জানে কিভাবে গেমটি খেলতে হই।  যাইহক,আর কথা বাড়াবো না,চলুন মূল টিউন এ যাওয়া যাক।

এই গেমে ভাল করা আর ফুল মজের জন্য ভাল ক্লানের প্রয়জন। যারা কোন ভাল ক্লনে থাকে তারা খুব ভাল জানে কেন ভাল ক্লান দরকার। আর জানে না তাদের জন্য শুধু কয়েকটা দিক  বলছি ,
১। ভাল ক্লান থেকে ভাল আর আপগ্রেট ট্রপ পাওয়া যাবে যা আপনার এটাকে অনেক বড় ভুমিকা রাখবে। যেমন ধরেন আওনার টাউনহল ৫, তাহলে আপনার হগ রাইডার নাই। তাহলে ক্লানের কেউ আপনাকে ৩ টা হগ রাইডার দিল। আপনি যে বেসগুলাতে এটাক দিবেন তাদেরও হগ রাইডার প্রতিহত করার ক্ষমতা নাই।
২। ভাল ক্লানের মেম্বারেরা ভাল এটাক দিয়ে জানে, তাদের শেয়ার করা রিপ্লাই দেখে আপনিও শিখবেন কিভাবে কোন ট্রপ দিয়ে কিভাবে এটাক দেয়া লাগে।

৩। ক্লানের সব থেকে ভাল আর দারুন জিনিস হল ক্লান অয়্যার। এটাই এই গেমের আসল মজা। নিজে নিজে ভাল এটাক দিয়ে আর ভাল বেস থেকে কোন লাভ হবে না যদি ক্লান অয়্যারে অংশ না নেন। আর একবার অংশ নিলেই বুঝবেন এটা কত দারুন।
৪। সবথেকে গুরুত্বপুর্ন হল আপনি যা টিপস গুলা পাবেন। এটা এমন একটা গেম যেখানে আপনার অনেক ভাল ট্রপ থাক্লেও ভাল নাই যদি স্ট্রাটেজি ভাল না হয়। এটা ভাল ক্লান ছাড়া জানবেন না।
এখন ভাল ক্লান কোনটি? এই প্রশ্নের উত্তর নেই। তবে এমন ক্লনে অংশ নিতে হবে যেখানে সবাই ফ্রেন্ডলি আর যাদের ভাল ট্রপ আছে দেবার জন্য। আমার জানা ভাল ক্লান আছে যেখানে আপনারা জয়েন করতে পারেন।

😎 

 

আমাদের একটি লেভেল ৫ ক্লান আছে নাম War KIng Bd(#2VGQCVYQ) গেমের সার্চ বক্সে নাম অথবা হ্যাঁস ট্যাগ দিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন এই ক্লান টি । এখানে সব সময় ম্যাক্স ট্রপ পাবেন, অয়্যার করতে পারবেন এবং সব থেকে বেশী শুবিধা যেটা পাবেন সেটা হল whatsapp group এ হেল্প পাবেন যে কোন প্রকার। আমাদের আগের ই অনেক মেম্বার আছে, আর কয়েকজন হলেই ক্লান ক্লোস করা হবে।

 

Level 2

আমি মিনহাজ উজ জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 151 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস