বাংলাদেশি সকল রেডিও চ্যানেল ১টি এপ্সের মধ্যে

 

সকল প্রশংসা মহান আল্লাহ্‌ তায়ালার।

 

পরম করুণাময় মহান আল্লাহ্‌র নাম নিয়ে আমার আজকের টিউন শুরু করছি।

 

আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ছোট, বড় ভাই-বোনেরা।আশা নয়, বিশ্বাস আল্লাহ্‌র রহমতে খুব ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ্‌ আপনাদের দোয়ায় ভালই আছি।

 

আপনাদেরকে নতুন তথ্য দেওয়া, নতুন কিছু উপহার দেওয়া, তার বিনিময়ে একটু থ্যাংকস পাও্যার আশা করি।

 

 

 

তো যাই হোক, আসল কথায় আসা যাক। আজকে আমি আপনাদের সাথে আমার ব্যবহ্রত একটা এপ্স শেয়ার করছি। আমার মনে হয়, অনেকেই এটি চাইছিলেন/খুঁজছিলেন।

2g/3g সব এলাকায় ই হবে।

সবাই শুনতে পারেন

এমন কি বিদেশ এ যারা আছেন তারাও এই এপ্স দিয়া রেডিও শুনতে পারবেন।

 

 

এই এপ্স টির নাম হলঃ All Bangladeshi fm Radio

আর এটির সাইজ হলঃ 1.4 mb

ডাউনলোড লিংকঃ Click here to Download

 

 

(বিশেষ দৃষ্টব্যঃ ডাউনলোড করতে হলে, ১মে লিংকে গিয়ে Create generate link এর নিচের টিক চিহ্ন টি তুলে দিয়ে Create generate link এ ক্লিক করুন, তারপর পরের পেজ আসলে Click here to Download এ ক্লিক করুন, তাহলেই ডাউনলোড শুরু হয়ে যাবে)

 

অনেক বেশি কথা বলে ফেলেছি, তাই সরি। তো যাই হোক আমার ভুলত্রুটি হতেই পারে, কেননা মানুষ মাত্রই ভুল। তাই আমার ভুলত্রুটি গুলো প্লিজ ক্ষমার চোখে দেখবেন। আমি আপনাদের একজন ছোট ভাই। আর ছোট ভাই হিসেবেই থাকতে চাই।

 

 

 

আজকের মত সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভাল থাকবেন, সুস্থ থাকবেন। টেকটিউনস্সের সাথেই থাকুন।

 

দেখা হবে আগামী টিউনে।

 

আল্লাহ্‌ হাফেজ।

 

বাংলাদেশ জিন্দাবাদ।

 

Level 0

আমি রানা ইমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস