আসসালামু আলাইকুম।
আশা করি সবাই ভালোই আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের কে এমন একটি অ্যাপের সাথে পরিচয় করিয়ে দেবে যা দিয়ে আপনি আপনার মোবাইলে ৫০ থেকে শুরু করে ১০০০ টাকা লোড করতে পারবেন।
অ্যাপসের নাম হচ্ছেঃ Casho Apps।
প্রথমে এখান থেকে এখান থেকেঅ্যাপসটা ডাউনলোড করে নিন। ইনষ্টল দিয়ে অপেন করুন এবং নিচের চিহ্নিত স্থানে লগিন এ ক্লিক করুনঃ তারপর এরকম আসলে আপনার ফেসবুক username এবং নিচে password দিয়ে লগিন করুন।
এবার নিচের মত এরকম একটা পেজ আসবেঃ OK দিন। ভয় পাবেন না এটা কোনো ফালতু অ্যাপস না। বিশ্বাস না হলে প্লে স্টরে রিভিউ দেখেন।এবার নিচের মতো একটা ফাকা বক্স আসবে। নিচের ফাকা ঘড়ে এই কোডটা দেনঃ DM93305। উপরের ফাকা ঘরে এই কোডটা বসানঃ DM93305। এই কোড বসালে পেয়ে যাবেন 0.30 ডলার। আর ঠিকঠাক মতো লগিন হলে আরো পাবেন 0.20 ডলার।
তাহলে মোট 0.50 ডলার। আপনি যদি এই কোডটা ব্যবহার না করেন তবে 0.30 ডলার পাবেন না।তাই আপনার ইচ্ছা। এছাড়া প্রতিদিন পাবেন 0.1 ডলার করে এর জন্য নিচের মতো আপনাকে প্রতিদিন "Check your attendance and get rewards today" স্থানে ক্লিক করতে হবে।।এছাড়াও তারা আপনাকে অনেক অ্যাপস দিবে যেগুলো আপনি ডাউনলোড দিয়ে অপেন করলে ৪ ডলার, ৫ ডলার কিংবা 0.5ডলার পেতে পারেন।আর আপনি প্রতি দশ দিন পর পর 0.10 ডলার করে পাবেন।এর জন্য আপনাকে প্রতিদিন ওয়াপ Rewards এ ভিজিট করতে হবে।এছাড়াও আরো কিছু অ্যাপস বা গেমস দিবে যা ডাউনলোড দিলে প্রতি গেমসে এ 0.5 ডলার পাবেন এবং প্রত্যেক দিন ওয়াপ Rewards দিয়ে ওই গেম বা সফ্টওয়্যার এ ভিজিট করলে 0.03 ডলার করো পাবেন (প্রতিদিনই পাবেন)।স্কিনশর্ট দেখুন
এছাড়াও Invited কোড আপনার বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করুন তাড়া যদি আপনার কোড দিয়ে লগিন করে তাহলে প্রত্যকের জন্য পাবেন 0.30 ডলার করে।
Invited কোড দেখতেঃ
এভাবে আপনি খুব সহজেই ১০ ডলার ২০ ডলার কিংবা ৫০ ডলার যোগাতে পারবেন।আপনি ১০.৫০ ডলার হলে পেপল এর মাধ্যেমে আপনার টাকা উটাতে পারবেন।এছাড়াও এই টাকা দিয়ে প্লেস্টোর থেকে পেইড অ্যাপস কেনা ফেসবুকে এড দেয়া সহ অনেক কাজ করতে পারবেন।আজকের মতো এখানেই শেষ করছি।
আর যদি কোনো সমস্যা হয় বা বুঝতে না পারেন তবে নিচে টিউমেন্ট করুন অথবা http://www.facebook.com/drshorifulbd ফেসবুকে আমার সাথে যোগাযোগ করুন।যতটুকু পারি যেকোনো বিষয়ে হেল্প করবো ইনশাআল্লাহ্।
সবাইকে বলছি আপনারা অনলাইনে না বুঝে টাকা আদান-প্রদান করবেন না।পারলে যতটুকু সম্ভব নিজে কাজ করুন অথবা ভালো কোনো বন্ধু বান্ধব দিয়ে করান।এতেও যদি সম্ভব না হয় তবে ভালো কোনো মানুষকে দিয়ে করান যাদের অনলাইনে অনেকেই চেনে এবং জানে। টাকা দেওয়ার আগে অবশ্যই তার সর্ম্পকে জেনে নিবেন।আপনাদের জন্য শুভ কামনা রইলো।ভালো থাকবেন এবং অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন।কোথাও কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করে দিবেন। ধন্যবাদ সবাইকে।
আমি মোঃ শরিফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।