আসসলামু আলাইকুম। আপনারা কেমন আছেন ? আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন।
এন্ড্রয়েড থেকে অনাকাঙ্ক্ষিত ভাবে ডিলেট হয়ে যাওয়া যেকোন ফরম্যাটের ফাইল এন্ড্রয়েড মবাইল দিয়েই খুব সহজেই ফিরিয়ে আনুন।
প্রয়োজন আর অপ্রয়োজনের বেড়াজালেই মানুষের জীবন আবদ্ধ। আজ যেটি প্রয়োজনীয় কাল সেটা অপ্রয়োজন হতেই পারে একিভাবে বিপরীত ভাবেও হতে পারে। সে যাহোক। এভাবেই যখন ভুলবশত কোন ফাইল ডিলেট হয়ে যাওয়ার পরে সেটির প্রয়োজন দেখা দেয় তখন আফসোসের আর শেষ থাকেনা। কিন্তু আপনি যদি রুট ইউজার হোন তাহলে এই আফসোস না করলেও চলবে।কারণ আপনার জন্য রয়েছে এই সমস্যার ই উত্তম সমাধান।।
Disk Digger Pro
প্রায় দেড় থেকে দুই বছর জনপ্রিয়তার শীর্ষে থাকার পরেও ফাইল রিকোভারির সেরা অ্যাপ Disk digger তার বেটা ভার্সনে ছিলো। কিন্তু নিকট অতীতে এটি পূর্ণাঙ্গ ভার্সনে প্রকাশ পায়। আর এর কাজ নিয়ে কারো রি সন্দেহ নেই কারণ ফাইল রিকোভারির জন্য প্রথম পছন্দই এই অ্যাপ। এর মাধ্যমে আপনি প্রায় সকল ফরম্যাটের অডিও, ভিডিও, পিকচার, এপিকে ফাইল রিকোভার করতে পারবেন!
ডাউনলোড লিংক এইখানে।
Hexamob Recovery Pro(Latest)
ডিলেট বা ফরম্যাট হয়ে যাওয়া ফাইল রিকোভার এর জন্য আরেকটি জনপ্রিয় অ্যাপ হচ্ছে Hexsmob Recovery অ্যাপটি।এর ইউজার ইন্টারফেস ও ব্যবহার বেশ সহজ হওয়ায় এটিও এর জনপ্রিয়তা ধরে রাখতে সক্ষম হয়েছে।
ডাউনলোড লিংক এইখানে।
ভুল হলে ক্ষমার চোখে দেখবেন। ভাল থাকবেন। আজকের মত এখানেই বিদায়।
আমি কায়ছারুল আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 67 টি টিউন ও 221 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Student