আপনার এন্ড্রোইড মোবাইলে কম্পিউটার থেকে থেকে ফাইল আনা-নেওয়া করতে পারছেননা !! এই নিন সমাধান।
বন্ধুরা বরাবরের মতো আজকে ও আমি আপনাদের জন্যে দারুন একটি সফটওয়্যার। নিয়ে এসেছি। সফটওয়্যার টির নাম Usb Driver For Android এটার সাইজ মাত্র ১০.৪ এম্বি, আমাদের অনেকের এন্ড্রোইড মোবাইলে কম্পিউটার থেকে ফাইল শেয়ার (আনা-নেওয়া) করতে হয়। কিন্তু সিম্ফনি-ওয়ালটন মোবাইলে ব্যাপারটা সহজ হলেও দামী কোম্পানির বেশির ভাগ সেটের সিকিউরিটি উন্নত হবার কারনে, কাজটা সহজ হয়না। বলতে পারেন আমাদের ভালোর জন্যেই ফোন কোম্পানি গুলো এমনটি করে থাকে। এই জন্যে তাদের কে দোষ দিয়ে লাভ নেই। যাই হোক অনেক বক বক করে ফেললাম
এবার কাজের কথায় আসি। প্রথমেই এই লিংক থেকে আমার দেয়া সফট ওয়্যার টি
তারপর স্বাভাবিক ভাবেই সফট ওয়্যার টা ইন্সটল করুন। এবার নিচে দেয়া স্ক্রিনশট গুলো দেখে দেখে সেটিং করুন।
ব্যাস এবার কাজ শেষ। এখন উপভোগ করুন কম্পিউটার থেকে মোবাইলে ফাইল দেয়া- নেয়ার মজা।
বিঃদ্রঃ আমি সব সময় চেষ্টা করি আপনাদের সাথে ভালো জিনিষ শেয়ার করার, টিউনটি যদি আপনার ভালো লাগে তবে টিউমেন্টে জানাবেন। আর খারাপ লাগলে দয়া করে ক্ষমা করে দেবেন প্লিজ।
আর হ্যা সকলেই জানেন যে আগামিকাল সাড়াদেশে পৌরসভা নির্বাচন, সকলের কাছে একটাই চাওয়া সৎ, দক্ষ, ও ভালো মানুষ দেখে আপনার আমানত ভোটটি দেবেন।
আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ্য থাকুন, সুন্দর থাকুন, আল্লাহ হাফেজ।
আমি আমিনুর রহমান জিলু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 84 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রযুক্তিকে ভালোবাসি তাই জানতে চাই, জানাতে চাই।
Tnx for share