এন্ড্রোইড জগতে অসম্ভব বলে কিছু নাই ! জি এবার আপনার এন্ড্রোইড মোবাইল দিয়েই, যেকোনো ছবির ব্যাকগ্রাউন্ড পরিবরতন করুন, খুব সহজেই।

এন্ড্রোইড জগতে অসম্ভব বলে কিছু নাই !
জি এবার আপনার এন্ড্রোইড মোবাইল  দিয়েই, যেকোনো ছবির ব্যাকগ্রাউন্ড পরিবরতন করুন, খুব সহজেই। সবাইকে সালাম আদাব, ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন, এই টিউন এ আমি আপনাকে দেখাবো কিভাবে এন্ড্রোইড মোবাইল দিয়ে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করবেন। তো চলুন প্রথমেই এখানে ক্লিক করে  Eraser সফটওয়্যারটি ডাওনলোড করে ইন্সটল করে  নিন।  এবারএখানে ক্লিক   করে picsart সফটওয়্যারটি ডাওনলোড করে ইন্সটল করুন।এবার কাজ শুরু করার পালা, চলুন শুরু করি। (১)প্রথমে eraser সফটওয়্যারটি অপেন করুন,

নিচের ছবির মতো একটি উইন্ডো আসবে

 

আপনি load photo তে ক্লিক করলে  গেলারি অপেন হবে, আপনার পছন্দের যেকোন ছবি নিন,

আবার done বাটনে ক্লিক করুন।

দেখুন আপনার অপশন গুলো মেনুয়ালি সেটিং করা আছে, দয়া করে তারাহুরো করবেননা,ধঈর্য সহকারে আস্তে আস্তে কাজ করুন। কাজের সুবিধার জন্য ডান দিকের zoom বাটন ব্যবহার করে ছবি ছোট বড় করতে পারবেন। নিছের ছবি গুলো দেখুন।

কাটা কাটি শেষ হলে done বাটনে ক্লিক করে save বাটনে ক্লিক করুন। (২) এবার picsart সফটওয়্যারটি অপেন করুন

 

photo বা Edit বাটনে ক্লিক করে যেকোনো ব্যাকগ্রাউন্ড জাতীয় ছবি নিন।

এবার নিচের মেনু থেকে add photo বাটনে ক্লিক করে আপনার সেই ছবিটা অপেন করুন, যেটা আগে

eraser দিয়ে করেছিলেন।

এবার ইচ্ছা মতো ছবিকে ব্যাকগ্রাউন্ডের সাথে মেচিং করে save করুন, কাজ শেষ।

কষ্ট করে টিউনটি পরার জন্যে আপনাকে অনেক ধন্যবাদ। টিউন টি পূর্বে  আমার ব্লগে ও পিসি হেল্প লাইন ব্লগে প্রকাশিত

Level 1

আমি আমিনুর রহমান জিলু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 84 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রযুক্তিকে ভালোবাসি তাই জানতে চাই, জানাতে চাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস