একটি গোপন ক্যামেরা: যদি প্রয়োজন হয় তবেই আসুন

আসসালামুআলাইকুম। সবাই আশা করি ভাল আছেন। আপনাদেরকে আজ একটি গোপন জিনিস দিব। যা অনেক প্রফেশনাল কাজে লাগতে পারে। বিশেষ করে যার তদন্ত সংক্রান্ত কাজ করেন। এটা একটি ক্যামেরা। যার কাজ হবে গোপনে ভিডিও করা ও ছবি তোলা। এটার একটি ভিডিও টিউটরিয়ালও দেয়া আছে। যা দেখে আপনি সহজেই বুঝতে পারবেন কিভাবে আপনার ক্যামেরাটি চালাবেন। তবে অনেক সময় আমাদের অফিসিয়াল কাজে প্রয়োজন হতে পারে। অনেক অফিসেই অনেক বিষয় তদন্ত করতে হয়। সেক্ষেত্রে এটা কাজে লাগবে। আর অ্যাপটি অনেক ছোট যা সহজেই আপনার মোবাইলে ডাউনলোড করতে পারবেন। তবে এর জন্য অবশ্যই আপনাকে অ্যানড্রয়েড মোবাইল ফোন ব্যবহারকারী হতে হবে। এবার ধারাবাহিক ভাবে শিখিয়ে দিচ্ছি কিভাবে ক্যামেরাটি ইনস্টল ও ব্যবহার করবেন।

১. গুগল প্লে থেকে Spy Camera HD Android App ডাউনলোড করে ইনস্টল করবেন।

২. সাইজ ১.৮ এমবি। (1.8 Megabyte only)

৩. এখানকার ভিডিও টিউটোরিয়াল দেখে শিখে নিন কি কি কাজ কিভাবে করবেন।

See tutorial from this link

or

From here

সতর্কতা: অবশ্যই কারো প্রাইভেসি নষ্ট করার কাজে এটা ব্যবহার করবেননা। শুধু মজা করার উদ্দেশ্যেও এটা ব্যবহার করবেননা। মজা সবসময় সবার ভাল লাগে না। আর কারো গোপন বা ব্যক্তিগত বিষয়েতো নয়ই। তাই কোন বা কারো ব্যক্তিগত বিষয়ে কখনই হস্তক্ষেপ করবেন না। তবে অনেক সময় আমাদের অফিসিয়াল কাজে প্রয়োজন হতে পারে।

ধন্যবাদ সবাই ভাল থাকবেন।

আবারো দেখা হবে ইনশাল্লাহ।

Level 1

আমি মো: গোলাম ছাকলাইন। Manager, HR, BRAC-Aarong, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 4 টিউনারকে ফলো করি।

মানুষের মধ্যে মানবতাবোধ ফিরে আসুক...... মানুষ অন্ধকার আর আলোর পর্থক্য বুঝতে পারুক...... আর অন্ধকার থেকে আলোর পথে সামনে এগিয়ে যাক সবাই


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

sorry
বাংলাদেশ ও বিদেশ এর যে কোন প্রান্ত থেকে ফ্রেক্সিলোড ও বিকাশ এর ব্যবসা করতে পারবেন । বাংলাদেশে সিম ও ফেসবুক /ইয়াহু এর মাধ্যমে এবং বিদেশে ফেসবুক ও ইয়াহু মেসেন্জারের মা্ধ্যমে ব্যবসা করতে পারবেন । রেজিস্টেন করতে যোগাযোগ করুন 01840789780————————-100% উদাহরণ: ফ্রেক্সিলোড : code=gp/gpp/bl/blp/rb/rbp/at/atp/tt/ttp—– code*number*tk*pin ex: gp*01751…..*100*4567 bkash : bki*01751—-*2000tk*4567…………..5-15 সেকেণ্ডে এর মধ্যে টাকা চলে যাবে যে কোন নাম্বারে—-বিদেশ থেকে ফেসবুক ও ইয়াহু মেসেন্জারের মা্ধ্যমে উদাহরণ: চেটিং এর মা্ধ্যমে-আপনাদের আইডি থেকে যে কোন code আমাদের আইডিতে আসা মাএয় অটোমেটিক কাজ হবে 5-15 সেকেণ্ডে এর মধ্যে। ডলার ক্রয় করে বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন-খরচ বিহিন ভাবে।