এন্ড্রয়েড ফোনের স্পীড ২ গুন বৃদ্ধি করুন। এবার আর ফোন হাঁটবেনা দৌড়াবে।।[GUARANTEE]

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

আসসালামু আলাইকুম, পাঠকরা সবাই কেমন আছেন। নিশ্চয়ই আল্লাহ ভালই রেখেছেন, আমাকে ও আপনাদের দোয়াতে আল্লাহ ভালই রেখেছেন।

এন্ড্রয়েড ফনে বিভিন্ন এপস চালাতে চালাতে ফোনের গতি এক সময় আসে স্লো হয়ে যাই, এর জন্য আপনার অনেক ধরনের সফটওয়্যার ইউস করেছেন। ঠিক আমি আপনাদের কাসে আজ একটি এপ নিয়ে আসেছি,।

তবে আমার এই এপ টি আপনি ডাউনলোড করে ইউস করার পর আপনি পার্থক্য বুঝতে পারবেন, আগে আপনাকে এই এপএর বিষয়ে পুরাপুরী বলে নেই তারপর আপনি চিন্তা করবেন ব্যবহার করবেন কি করবেন না।

 

তাই ভাল করে বোঝার জন্য নিচে কিছু ফটো দিয়ে দিলাম, ভাল লাগ্লে নামিয়ে নিবেন,

এখান থেকেঃ Ram Manager Pro 

 

 

আশাকরি ভাল লাগবে আর কাজে ও লাগবে, তাহলে আজ এই পর্যন্ত, সবাই ভাল থাকবেন, এবার আসব আপনাদের কাসে নতুন কিছু নিয়ে।

আল্লাহ হাফেজ।

নিচে কিছু দরকারি টিউনের আইডি দিয়ে দিলাম, আশা করি আপনাদের কাজে লাগবে।

 

 

Level 0

আমি ইমাম হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 117 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস