সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি সারা জাহানের রব।
এই টিউনটি একটি আন্ড্র্রয়েড অ্যাপ নিয়ে। আমার খুব ভালোলাগার একটি অান্ড্রয়েড অ্যাপ। যদি আপনাদের ভালো লাগে তবে ইন্স্টল করে দেখতে পারেন। কথা না বাড়িয়ে আসুন যে অান্ড্রয়েড অ্যাপসের কথা বলছি তার সমন্ধে বলি।
অ্যাপসটি হচ্ছে Dodol Launcher Apk । অনেকেই হয়ত এর নাম জানেন। এইটি আন্ড্রয়েড ফোনের একটি লান্সার। এই লান্সারের বিশেষ বিশেষ কিছু থিম আছে যা আমার খুব ভালো লাগে। এটি ইন্সস্টল করলে আপনার আন্ড্রয়েড কে ভিন্নরকম দেখাবে। ফন্ট প্যাকেজের সাহায্যে ফন্ট পরিবর্তন করা যাবে।
আন্ড্রয়েড অ্যাপসটির কিছু স্ক্রিনশট
কুইক সেটিংস্ আইকনটি আমার খুব ভালো লাগে এছাড়াও রয়েছে অসংখ্য আইকন প্যাক। অনেক লান্সার ফোনে ইন্সস্টল করলে ফোন অনেক ভারী হয়ে যায় তবে এ লান্সার অনেক ফাস্ট।
Dodol launcher এর বেশ কিছু সুন্দর সুন্দর Widgets রয়েছে যা আপনাদের খুব ভালো লাগবে বলে আশা করি।
যদি ভালোলাগে ব্যবহার করে দেখতে পারেন। Dodol Launcher এবং কয়েকটি theme সহ একটি জিপ ফাইল নিচে ডিরেক্ট লিংক দিলাম।
যদি ভালোলাগে ব্যবহার করে দেখতে পারেন। Dodol Launcher এবং কয়েকটি theme সহ একটি জিপ ফাইল নিচে ডিরেক্ট লিংক দিলাম।
যদি ভালোলাগে ব্যবহার করে দেখতে পারেন। Dodol Launcher এবং কয়েকটি theme সহ একটি জিপ ফাইল নিচে ডিরেক্ট লিংক দিলাম।
সবাই ভালো থাকেন ও সুস্থ থাকেন এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ..