আপনার এন্ড্রোয়েড ফোনকে দিন ললপপ ওএস এর স্টাইল কে কে লাঞ্চার দিয়ে। [Premium+Unlocker]

এন্ড্রোয়ের ব্যবহার করেন অথচ আকর্ষণিয় লাঞ্চার ব্যবহার করেন না এমন ব্যবহারকারী খুজে পাওয়া কঠিন। কারণ একটি আদর্শ লাঞ্চার যেমন ফোনের মধ্যকার সৌন্দর্য বৃদ্ধি করে তেমনি ব্যবহারকারীকে সহজভাবে ব্যবহার করতে সাহায্য করে। এমনি একটি কার্যকরী এবং আকর্ষণীয় লাঞ্চার হচ্ছে কে কে লাঞ্চার।

প্লে স্টোরে হাজার রকমের ও ধরনের লাঞ্চার রয়েছে। কিন্তু এদের মধ্যে বেশিরভাগই মোবাইলের জন্য অনোপযোগী এবং বিরক্তিকর। ব্যক্তিগতভাবে আমি আজ পর্যন্ত যতগুলো লাঞ্চার ব্যবহার করেছি তার মধ্যে সত্তর ভাগই ছিল অকাজের। এগুলো মোবাইলের সৌন্দর্য বৃদ্ধি করাতো দূরে থাকুক মোবাইলকে বরং স্লো এবং জঞ্জালযুক্ত করে ফেলে। কিন্তু আমি আজ আপনাদের সাথে আজ যে লাঞ্চারটি শেয়ার করতে যাচ্ছি তা এসকলের উর্ধ্বে এবং এর স্টাইল হচ্ছে কিটক্যাট এবং ললিপপের। তাছাড়া এই লাঞ্চলারটির রয়েছে অনেক সুযোগ সুবিধা যা আপনার মোবাইল জীবনকে সহজবোধ্য করে তুলবে। শুধু তাই নয়, এই লাঞ্চারটি সাইজেও অনেক কম ফলে আপনার ফোন স্লো হয়ে যাবেনা।

এক নজরে লাঞ্চারটির সুবিধাসমূহ:-

১. ৫০০০ এরও বেশি লাঞ্চার আইকন প্যাক।
২. এক্সট্রা সাইডবার। যেমনঃ Memory Cleaner, Quick Toggle, Favourite App ETC.
৩. মোবাইল সাজাবার জন্য ৩০০+ লাঞ্চার অপশন
৪. ফোন স্ক্রিনে Google Now.
৫. আপডেটিং টু এন্ড্রোয়েড ললিপপ।
৬. লাঞ্চার ডেক্সটপ ও ডর্য়ার।
৭. আনরিড SMS,MMS,MAIL,CALL কাউন্ট।
৮. Convenient Gestrurs.
৯. Transparent Status Bar
১০. আরও অনেক কিছু।

কিছু ছবিঃ-

লাঞ্চারটি ব্যবহার করতে নিচের ফাইল দুটি ডাউনলোড করুন।

1. KK Launcher Premium

2. KK Launcher Unlocker

ব্যবহারবিধিঃ-

১. কে কে লাঞ্চার ইনস্টল করুন তবে অপেন করবেন না।
২. এখন কে কে লাঞ্চার আনলোকার ইনস্টল করে অপেন করুন। তাহলে লাঞ্চারটি এক্টিভ হয়ে যাবে।
৩. এবার লাঞ্চারটি অপেন করে কাস্টমাইজ করতে পারেন।

আজ এখানেই শেষ করলাম। আগামীতে হয়তো আরও ভালো কোনো টিউন নিয়ে আপনাদের সামনে হাজির হবো। খোদা হাফেজ।

Level 2

আমি জুবায়ের আহমদ শাকিল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 58 টি টিউন ও 221 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি তো Marshmallow-ই ব্যবহার করা শুরু করে দিয়েছি ! v6