বন্ধুরা আশা করি আল্লাহ্র রহমতে সবাই ভাল আছেন, আমিও সুস্থ আছি আপনাদের দোয়ায়।
টেকটিউনে আমরা অনেকেই আছি যাদের নুন্যতম একটা ব্লগ বা সাইট রয়েছে, আমাদের দেশে বর্তমানে ৬০% ও বেশি মোবাইল ব্যবহারকারী অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন, কিন্তু প্রয়োজনীয় সাপোর্ট এর অভাবে আমরা অনেকেই এখনো আমাদের সাইটের জন্য অ্যান্ড্রয়েড অ্যাপস প্লে স্টোরে আপলোড করতে পারিনি, আশা করি এবার পারব, আমি একটা ওয়েব ডিজাইন কোম্পানীর এক বড় ভাইয়ের কাছে এ বিষয়ে সহযোগিতা চাইতেই তিনি আমাকে বললেন তোমার যত অ্যাপস আছে আমাকে দাও আমি আপলোড করে দিব, তাই আমি সেই সুযোগে আমার অন্য বন্ধুদের ও সহযোগিতা করতে চাই, যাদের অ্যান্ড্রয়েড অ্যাপস প্লে স্টোরে আপলোড করতে চান টিউমেন্টে আমাকে আপনাদের জি মেইল আইডি দিয়েন, আমি আপনাদের জিমেইল আইডি গুলোকে ডেবলপার একাউন্টে যুক্ত করে দিব, তারপর আপনাদের যত গুলো এপস আছে সব আপলোড করে আমাকে আপনার অ্যাপস গুলোর নাম মেইলে দিলে আমি পাবলিশ করে দিব।
এপস আপলোড করার সময় আপনার সাইটের বিষয়বস্ত ও সুবিধা বা ফিচার সমুহ গুলো উল্লেখ করতে হবে এবং এপস এর লোগো সহ চারটা ইমেজ দিতে হবে উদাহরন স্বরূপ আপনারা প্লে স্টোরে আপলোড করা এপস গুলোর তথ্য দেখতে পারেন।
নোটঃ আপনার এপস বানাতে অনেক ফ্রী সাইট আছে, যেমন appsgeyser.com apps-builder.com appypie.com সহ আরও অনেক।
আমার ইমেইল আইডি [email protected]
যেহেতু আমি নতুন টিউনার তাই আমার অনেক ভুল হতে পারে, ভুল গুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এ কামনায় আল্লাহ্ হাফে্য।
আমি শাকিল হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
lol