আসসালামু আলাইকুম,
আশা করি সবাই ভালো আছেন।
আমিও ভালো আছি।
এই টিউনে আমি আপনাদের জন্য নিয়ে এলাম অ্যান্ড্রয়েড ফোনের চমৎকার একটি ডিকশনারি।
হুম, অনেক ভালো একটা ডিকশনারি।
আশা করি এটা আপনাদের কাজে লাগবে।
আজকাল সবাই কম বেশি স্মার্টফোন ব্যবহার করে থাকি।
এখন ডিকশনারিও অনেক স্মার্ট হয়ে গিয়েছে। ডিকশনারি এখন চলে এসেছে পকেটে।
এর নাম পকেট ডিকশনারি নয়।
এর নাম হচ্ছেঃ পকেট স্মার্ট ডিকশনারি।
এবার আসল কথায় আসি।
অ্যাপ নামঃ ইনফো বাংলা ডিকশনারি।
ফাইল সাইজঃ ৭ এমবি।
ফিচারঃ
★ ফ্রি এবং অনলাইন অ্যাপ।
★ দ্রুত গতিসম্পন্ন অ্যাপ।
★ বুকমার্ক সিস্টেম। আপনার পছন্দমত কোন ওয়ার্ডকে বুকমার্ক করে রাখতে পারবেন।
★ History দেখতে পারবেন। আপনি যে সকল ওয়ার্ড ওর অর্থ দেখেছেন সেগুলো History তে দেখতে পারবেন।
★ History এবং বুকমার্ক ডিলিট করতে পারবেন।
★ টাইপ ওয়ার্ড। ওয়ার্ড লিখলে ওয়ার্ড এর অর্থ চলে আসবে।
★ ভয়েস স্পিক সিস্টেম। এর মাধ্যমে আপনাকে ওয়ার্ড লিখতে হবে না। ভয়েস এর মাধ্যমে আপনার ওয়ার্ড এর অর্থ পেয়ে যাবেন।
ডাউনলোড লিংকঃ এখানে
ডাইরেক্ট ডাউনলোড লিংকঃ এখানে
সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টেকটিউনস এর সাথে থাকুন।
আমার লেখা টেকটিউনসে আরো কিছু টিউনঃ
★ এবার ফাইল আপলোড করে বেশি আয় করুন (১৫ টি সাইট এবং বিস্তারিত)
★ ভালো ৩টি ফ্রি হোস্টিং সাইটের লিংক এবং বিস্তারিত
★ অটো ব্লগিং শুরু করুন আপনার সাইটে
★ যেসব কারণে আপনার সাইটে ভিজিটর কমে যেতে পারে
★ ডাউনলোড করে নিন Opera Mini এবং UC Mini এর সর্বশেষ ভার্শন
★ এবার সেকেন্ডে সেকেন্ডে আপনার লোকেশন change করুন
★ সুপার স্পীডে ডাউনলোড করুন একটি অ্যাপ দিয়ে
বিদায়...
আমি হাবলু উসামা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হাবলু উসামা। আমার সম্পর্কে বিস্তারিত জানতে হলে: এখানে ক্লিক করুন। ধন্যবাদ!