আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি।
আজ আপনাদের জন্য নিয়ে আসলাম দারুন এক Keypad Lock Screen যা আপনার পছন্দের ছবি দিয়ে Lock করে রাখতে পারবেন, এতে কেউ বুঝতে পারবে না আপনি কি দিয়ে লক করেছেন আপনার প্রিয় মোবাইলটি,
আমি অনেক আগে আপনার পছন্দের ছবি দিয়ে কিভাবে প্যার্টেন লক দিতে হয় তা বলেছিলাম। এবং একটি টিউন করেছিলাম।
উটার থেকে এটা অনেক ভাল। আশা করি আপনাদের ভাল লাগবে। তাহলে আর দেরি কেন এখান থেকে প্রথমে ডাউনলোড করে নিন, তারপর অন্যান্য Apps এর ন্যায় ইন্সটল দিন।
তারপর চালু করুন।
এবার Sceurity থেকে আপনার আপনার লক সিলেক্ট করুন।
তারপর Photo Keypad Settings থেকে আপনার ছবি গুলো দিয়ে দিন যেগুলো কে লক পার্সোয়ার্ড হিসাবে কাজ করবে।
আর Lockscreen Wallpaper থেকে ডিফল্ট ১২ টি ওয়েলপেপার আছে HD পছন্দের টা সিলেক্ট করতে পারবেন। আর পছন্দ না হলে আপনার পছন্দের ওয়েলপেপার দিতে পারবেন।
বাকি আরো অনেক কাজ আছে যেগুলো আপনি একটু ট্রাই করলেই বুঝবেন।
আমার কষ্টের টিউন যদি আপনাদের মনে একটু ভাল লেগে থাকে, আর বুঝতে কোন প্রকার অসুবিধা হলে, নিচে টিউমেন্টের মাধ্যেমে আপনার মতামত জানাতে ভুলবেন না। কারন আপনার টিউমেন্ট এর দ্বারা আমি বুঝতে পারব, আমার টিউনটি করা সার্থক হয়েছে কিনা। আর আপনি অনেক কিছু শিখে যাবেন একটি মতামত জানাতে পারবেন না এটা কেমন কথা, টিউমেন্টে টিউনারদের উৎসাহিত করবেন। এখানে শিখতে এসেছেন কিছু শিখার চেষ্টা করুন, অযথা স্প্যাম করবেন না, কারন আপনার দেখাদেখি অন্যারা স্প্যাম করতে শিখবে, অযথা টেকটিউনস এর মনোরম পরিবেশ নষ্ট করবেন না। আর টিউনটি যদি ভাল লেগে থাকে এবং নির্বাচিত টিউন হওয়ার উপযুক্ত মনে হলে নির্বাচিত টিউন মনোনয়ন করতে পারেন। সর্বশেষ যে কথাটি বলবো- সবাই মিলে করবো মোরা টেকটিউনস কে মনোরম পরিবেশ, আজ এখানেই আমার টিউনটি শেষ। ইনশাআল্লাহ দেখা হবে আগামী টিউনে। সে পর্যন্ত ভাল থাকুন আল্লাহ হাফেজ।
ফেইসবুকে আমি
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
ধন্যবাদ হোসাইন ভাই শেয়ার করার জন্য।