সুপ্রিয় টেকটিউনস বাসী, কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন। কেননা টেকটিউনস বাসী সবাই ভালই থাকে।
আজ আমি চমৎকার একটি এন্ড্রোয়েড সফটওয়্যার নিয়ে হাজির হয়েছি। আর এর নাম হল সিপিউ মনিটর বা CPU Monitor. বলা যায় এন্ড্রোয়েড মিটার। এই মিটারের সাহায্যে আপনি আপনার মোবাইলের কার্যক্ষমতা দেখতে পারবেন। পাশাপাশি অতিরিক্ত চার্জ অপচয় বোধ করে, দীর্ঘক্ষণ মোবাইল চালাতে পারবেন। তো চলুন এই সিপিউ মিটাররের কাজ গুলো দেখে নেইঃ
১। বর্তমান চলমান প্রোগ্রাম গুলো দেখতে পারবেন।
২। কোন সফটওয়্যার কতটুকু কাজ করছে, তা মিটারে দেখতে পাবেন।
৩। কোন সফটওয়্যার চার্জ বেশি খাচ্ছে এবং কোন সফটওয়্যার চার্জ কম খাচ্ছে তাও দেখতে পারবেন। ফলে আপনার চার্জ সংরক্ষণ করতে সূবিধা হবে।
৪। আপনার মোবাইলের চলমান প্রায় ১০০ টি পর্যন্ত প্রোগ্রাম দেখতে পারবেন।
৫। এটি আপনার ব্যাটারী সেভার হিসেবেও কাজ করবে।
৬। কোন সফটওয়্যার আপনার মোবাইল স্লো করে ফেলছে, তা এই অ্যাপ সহজেই ধরতে পারে।
৭। আপনার মোবাইলের র্যাম কতটুকু খালি আছে এবং কতটুকু কাজ করছে, তা মিটারে আপ-ডাউন করবে।
৮। এন্ড্রায়েডের ২.৩ কিংবা এর উপরের ভার্সনে এটি সাপোর্ট করবে। (অর্থ্যৎ সকল এন্ড্রোয়েডে সাপোর্ট করবে)
আশা করছি আর কিছু বলতে হবে না। বাকীটা চালালেই বুঝতে পারবেন। আর হ্যাঁ, এটা রিটিউন করছি। কারণ অনেকে অভিযোগ করেছেন যে, আগের ভার্সনের ভালো কাজ করে না। তাই নতুন ভার্সন দিলাম। কোনো সমস্যা হলে অবশ্যই টিউমেন্টে প্রকাশ করবেন।
আজ এ পর্যন্তই। আগামীতে নতুন কোনো টিউন নিয়ে হাজির হবো। সবাই ভালো থাকবেন।
আমি মাসুম রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 42 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ইন্টারনেট আমার নেশা ❤️
Thanks vi for sharing………..