মোবাইল চুরি হয়ে গেলেও সেইভ করা নাম্মার হারানোর ভয় নেই আর।জানুন আপনার মোবাইল এখন কোথায়,কোন লোকেশন এ অবস্থান করছে।

গুরত্বপূর্ন  সব নাম্বার সেইভ করা রয়েছে মোবাইলে? ভূলে  মোবাইল বাসায় রেখে  আসছেন?,এখন সেইভ করা জরুরী নাম্বাগুলি দেখার প্রয়োজন পড়েছে?হারিয়ে যাওযা মোবাইলের লোকেশন জানতে চান?তাহলে এই টিউনটি আপনার জন্যই।

সর্বপ্রথম সবাই আমার সালাম গ্রহন করুন,আসসালামু আলাইকুম।প্রথমে টিকটিউনস কে ধন্যবাদ যার কারনে আমি এখানে কিছু শিখতে এসে আপনাদেরকে  শিখাতে পারছি।আপনারা সবাই কেমন আছেন?আশা করি ভাল আছেন।আমি জানি আমার পূর্ববতী টিউনগুলো দেখার পর অনেকেই  দীর্ঘ প্রতিক্ষায় রয়েছেন আমার পরবর্তী টিউন দেখার  জন্য।অনেকেই ফেইসবুক আমাকে ধন্যাবাদ দিয়েছেন।আমি সত্যিই আপনাদের ভালবাসার পাত্র হতে পেরে কৃতঞ্জ। কথা বাড়াব না আর।সরাসরি প্রসঙ্গে চলে যাচ্ছি-মোবাইলে সাধারানত আমরা প্রয়োজনীয় ব্যক্তিবর্গের নাম্বার সমূহ সেইভ করে রাখি।কিন্তু বিভিন্ন কারনে সেই নাম্বার যদি হারিয়ে যায় তাহলে সত্যিই খুব কষ্ট পেতে হয় এবং বিভিন্ন অসুবিদার সৃষ্টি হয় তাই না?।আজ আমি আপনাদের দেখাব কিভাবে সেইভ করা নাম্বার সমূহ অনলাইন সাভারে রাখা হয়। এবং পরিবতীর্তে তা ডাউনলোড করা হয়।আর এগুলো যেই  মোবাইল apps এর মাধ্যমে করা হয়।তার নাম-NetQin Contacts Sync ।

নিন্মে এই সফটওয়্যারের সুবিধাসমূহ আলোচনা করা হলঃ-

১.মোবাইলের সেইভ করা সকল নাম্বারগুলো ছবি সহ অনলাইন ডাটাবেজে সেইভ হবে।

২.যে কোন ব্রাউজার থেকে user ID এবং password দিয়ে সেইভ করা নাম্বারগুলি দেখা যাবে।

৩.অটো Backup নিয়ে নিবে।এবং খুব অল্প পরিমান ইন্টারনেট খরচ হবে।সবোচ্চ 1Kb পযর্ন্ত।

৪.যে কোন সময়,যেকোন মোবাইল থেকে  Contracts গুলো restore and download করা যাবে।

৫.অনলাইনে বসে মোবাইলের অবস্থান জানা যাবে।এবং তা locked করে দেওযা যাবে।

৬.সব সেবা সমূহ সম্পূর্ন ফ্রি।

৭.আপনার password ব্যাতিত অন্যকেউ আপনার সেইভ করা ডাটা  দেখতে পারবে না।

সুতরাং এখন বুঝতেই পারছেন যে এর উপকারিতা কতটুকু। এখন সরাসরি কাজের ধাপের দিকে চলে যাচ্ছি,খেয়াল করে লক্ষ্য করুন-

 

১. প্রথমে আপনাকে আপনার মোবাইলে play store এ গিয়ে সাচ বাটনটিতে ক্লিক করে লেখতে হবে  NetQin Contacts Sync যা নিচের চিত্রে দেওযা আছে-

 

২.যদি google play store  Install করা না থাকে আপনার ট্যাব বা মোবাইটিতে তাহলে এখানে ক্লিক করে এই সফটও্যারের ‍.apk file, এখনি ডাউনলোড করে নিন- Download 

৩.যদি আপনার সিম্বিয়ান ফোন হয় তাহলে এখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করুন- Download

 

৪.Iphone এর জন্য-Download

এখন ➡  ➡  ➡  ➡

৫.সফটও্যারটি ডাউনলোড হওয়ার পর  Install করে তাপর ওপেন করলে এমন একটি screen আসবে।

 

এখান থেকে(backup contracts) আপনার সকল নাম্বার সমূহ অনলাইন সাভারে সংরক্ষিত করে রাখতে পারবেন।

➡ আপনার ইমেইল এড্যাস প্রদান করুন এবং আপনার ইচ্ছা অনুয়ায়ী একটি পাসওয়াড প্রদান করুন। 💡

 

৪.যে কোন Android ফোন,Iphone,Nokia Phone, এ  আপনি আপনার  সেইভ করা কন্টাকস গুলো  রিস্টোর করে দেখতে পারবেন। নিন্মে যেভাবে দেখানো হল সেভাবে। ➡  Restore Contacts

৫.এখন যে কোন জায়গা থেকে এই ওয়েব সাইটে ➡  http://inetqin.com  আপনার ইমেইল এবং পাসওযার্ড দিয়ে সেইভ করা নাম্বার সমূহ দেখতে পারবেন।

৬.লোকেশন সেট করতে পারবেন।এতে করে চুরি হয়ে গেলেও আপনি চোর এর অবস্থান ট্রাক করতে পারবেন।এবং মোবাইলটি আপনার  ভাগ্যে থাকলে পুনঃউদ্ধার করতে পারবেন। 😀   😀  এজন্য,অবশ্যই মোবাইলটিতে ইন্টারনেট কানেকশন থাকতে হবে।

সুতরাং উপরের screen shot থেকে আমরা বুঝতে পারলাম যে এই সফটও্যারটি সত্যিই অনেক গুরত্বপূর্ন।আর এটি সম্পূর্ন একটি ফ্রি সফটও্যার।আশা করি বোঝাতে সক্ষম হয়েছি।টাইপিং জনিত কারনে অনিচ্ছাকৃত ভূলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।আর হ্যা যদি আপনার কাছে সামন্যতম গুরত্বপূর্ন মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন।

➡ উপকৃত হলে আমাকে কিন্তু ধণ্যবাদ জানাতে ভূলবেন না। 😛  😉

ফেইসবুকে আমি -facebook

আমার Facebook fan page- fanpage

আমার অন্যান্য টিউন পাতা- Click hare

যেকোন সমস্যায় আমাকে ম্যাসেজ করতে পারেন।

সবার সুস্বাস্থ্য ও দির্ঘাযূ কামনা করে বিদায় নিচ্ছি। পরবর্তি টিউনে চোখ রাখুন।

আল্লাহ হাফেজ।

-Eng.Rahat Khan Tafsir

 

Level 2

আমি রাহাত খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 82 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 11 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।

I am a simple boy with a creative mind....love to make new things.That's y my dad think one day i'll b a really famous person.and that day i'll make my country proud.....so FRNDZ always b with me...i really need u beside me.. :D


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো লাগলো

খুবি প্রয়োজনীয় একটা পোষ্ট, ধন্যবাদ।

আপনার এই তথ্য প্রযুক্তি ঞ্জান শেয়ার করুন আমাদের সাথেও
http://e-mestori.com

    ধন্যবাদ আপনার কমেন্ট এর জন্য,জ্বি চেষ্ঠা করব।@
    rahman_rashed

Onk valo ekta post.
Contact er pasapasi sob msg gulo kivabe backup raka jay & kajer somoy jeno restore o kora jay amon kono app thakle link ta diben vaia………..

    শুভ হাওলাদার@কমেন্ট এর জন্য আপনাকে ধন্যবাদ।আপনি ঠিক সেইম ভাবে লেখতে পারেন message backup apps,দেখন কোন কাজ হয় কিনা।আর না হলে পরবর্তী টিউনে চোখ রাখুন।