মোবাইলে বই পড়ার জন্য নিয়ে নিন সবচেয়ে সেরা ই-বুক রিডার।

আমরা পি সি তে পি ডি এফ বা অন্যান্য ই বুক পড়ার জন্য Adobe Reader ব্যবহার করে থাকি। কিন্তু এন্ড্রয়েডে Adobe Reader তেমন জায়গা দখল করতে পারেনি। মোবাইলের জন্য প্রায় ডজন খানি PDF Reader এবং E Book Reader রয়েছে, যেমন: Adobe Reader, Aldiko Book Reader, Better World eReader, Cool Reader, EBoo kDroid, Fabrik, ezPDF Reader, Moon Reader ইত্যাদি।

তবে এদের মধ্যে সবচেয়ে ভাল এবং হাইলি রেটেড ইবুক রিডার হল Moon Reader. এর রয়েছে মজার মজার এবং আকর্ষনীয় সব ফিচার। যেমন:
  • সাপোর্টেড ফরম্যাটঃ এতে রয়েছে সবচেয়ে বেশী সাপোর্টেড ফরম্যাট, যেমনঃ EPUB, MOBI, CHM, CBZ, PDF, FB2, UMD, TXT, CBR ইত্যাদি।
  •  My Book Shelf: এখানে shelf এর মত প্রতিটি বই সাজানো থাকে কভার পেজ সহ

 শেলফ-১

শেলফ-২

  • সুচিপত্র: এখানে প্রতিটি চ্যাপ্টারের সুচী থাকে, যেকোনটিতে ক্লিক করলে সরাসরি ঐ চ্যাপ্টারে চলে যাওয়া যায়.
  •  Reader: আপনার মোবাইলে যদি text to speech বা TTS ভয়েস ইঞ্জিন থাকে তাহলে English বই গুলো আডিও আকারে শুনতে পারবেন মানে কষ্ট করে আর বই পড়তে হবে না Moon Reader আপনাকে পড়ে শুনাবে। এর জন্য শুধু নিজের মত চিহ্নে ক্লিক করুন।

  •   Auto scrolling: এটি Moon Reader এর অনেক মিজার একটি ফিচার। এর সাহায্যে লাইন বাই লাইন একাই স্ক্রলিং হতে থাকবে। আপনাকে আর কষ্ট করে পাতা উল্টাতে হবেনা।

  •  Night Mode: এটি তো খুব কমন এবং কাজের একটি অপশন।

 

  • পেজ লকঃ এর মাধ্যমে পেজ Zoom করে লক করে রাখা যায়। ফলে নেক্সট পেজ গুলোতেও ঐ ভাবেই পেজ গুলো ওপেন হয়। মোবাইলে ই-বুক পড়তে গিয়ে একটি কমন সমস্যা হচ্ছে জুম করে পড়া, স্ক্রলিং করতে গিয়ে পেইজ এদিক সেদিক চলে যায় যা খুবই বিরক্তকর কিন্তু এতে পেইজ লক সুবিধা থাকায় পেইজ এদিক সেদিক যাবার চিন্তা নেই।
  • অনেক থীমঃ এতে আছে বেশ কিছু থীম।
  •  Statistics Option: কোন বইটা কত পার্সেন্ট পড়া হল, প্রত্যেক পেইজ পড়তে কত সময় লাগল, সাপ্তাহ বা মাসে কত ঘন্টা বই পড়া হল এসব জানা যাবে Statistics অপশনের মাধ্যমে।

গুগল প্লে স্টোরে এর দাম মাত্র ২.৪৯ ডলার, কিন্তু আমি আপনাদের দিব একদম ফ্রীতে।

ডাউনলোড করে নিন এখান থেকে।

টিউনটি পুর্বে এখানে প্রকাশিত।

Level New

আমি riponku। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I have completed my graduation from ku. I love technology very very much.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ। নিজে জানুন, লিখুন ও পড়ুন এখানে- http://bit.ly/1IN0ayt

Level New

Fake! ডাউনলোড ফাইল নষ্ট।