আসসালামু আলাইকুম।
নোকিয়ার সেইসব পুরোনো গেমগুলো আজ স্মৃতি। সময়ের বিবর্তনে আজ হারিয়ে গেছে নোকিয়া ১১০০ কিংবা ১২০৮। জিটিএ ভাইস সিটির মত সব গেম এখন খেলা যাচ্ছে মুঠোফোনে। কিন্তু স্মৃতির পাতায় চিরস্মরণীয় হয়ে থাকার মত সব গেমগুলো যেন কোথায় চলে গেছে। আজ আমি আপনাদের একটু অতীতে নিয়ে যাবো। না, সময় ভ্রমণ্ আমরা যাবো না, এন্ড্রয়েডে এনে দেবো হারিয়ে যাওয়া গেমগুলোর মধ্যে খুব জনপ্রিয় চারটি গেম। তবে সব গেমই যে সেম টু সেম আছে তা না। তবে প্রায় কাছাকাছি।
প্রথমেই স্পেস ইমপেক্ট। স্পেস ইমপেক্ট ছিলো আমার সবচেয়ে প্রিয় গেম। অনেকদিন পরে খুঁজে এন্ড্রয়েড ভার্সন পেলাম স্পেস ডিফেন্স নামে। গেমটিতে সব লেভেল নেই। কিছু লেভেল ছিলো গ্রাউন্ডে খেলতে হয় ওগুলো বাদ পড়েছে। আর আছে এডের যন্ত্রণা। তাই নেট কানেকশন বন্ধ করেই খেলি। ডাইনলোড: https://play.google.com/store/apps/details?id=com.byq.space_defense
আমি তাওসিফ তুরাবি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই খুব ভাল লাগল আমার তো আবার সেই স্পেস ইম্পেক্ট এর কথা মনে পড়ে গেল কি খেলতাম গেমটা বস গুলা কে মারতে যে মোজা লাগত না !!!!!!!!!!!!!!