পুরোনো সেই গেমগুলো আজ এন্ড্রয়েডে(নোকিয়া গেমস)+বোনাস

আসসালামু আলাইকুম।
নোকিয়ার সেইসব পুরোনো গেমগুলো আজ স্মৃতি। সময়ের বিবর্তনে আজ হারিয়ে গেছে নোকিয়া ১১০০ কিংবা ১২০৮। জিটিএ ভাইস সিটির মত সব গেম এখন খেলা যাচ্ছে মুঠোফোনে। কিন্তু স্মৃতির পাতায় চিরস্মরণীয় হয়ে থাকার মত সব গেমগুলো যেন কোথায় চলে গেছে। আজ আমি আপনাদের একটু অতীতে নিয়ে যাবো। না, সময় ভ্রমণ্ আমরা যাবো না, এন্ড্রয়েডে এনে দেবো হারিয়ে যাওয়া গেমগুলোর মধ্যে খুব জনপ্রিয় চারটি গেম। তবে সব গেমই যে সেম টু সেম আছে তা না। তবে প্রায় কাছাকাছি।
প্রথমেই স্পেস ইমপেক্ট। স্পেস ইমপেক্ট ছিলো আমার সবচেয়ে প্রিয় গেম। অনেকদিন পরে খুঁজে এন্ড্রয়েড ভার্সন পেলাম স্পেস ডিফেন্স নামে। গেমটিতে সব লেভেল নেই। কিছু লেভেল ছিলো গ্রাউন্ডে খেলতে হয় ওগুলো বাদ পড়েছে। আর আছে এডের যন্ত্রণা। তাই নেট কানেকশন বন্ধ করেই খেলি। ডাইনলোড: https://play.google.com/store/apps/details?id=com.byq.space_defense

এবার আসুক স্নেক। অনেক খুজেঁও স্নেক জেনজিয়া পাইনি। তাই নোকিয়ার ক্লাসিক স্নেক টু গেমটা দিলাম। ডাউনলোড- https://play.google.com/store/apps/details?id=com.byq.nokia_snake_2
  Classic Snake 2- screenshot
বাউন্স গেমটা বেশ এডিট করা হয়েছে। তাও আগের স্বাদটা মোছেনি। লিংক- https://play.google.com/store/apps/details?id=com.games35cm.bounce
  Bounce Original- screenshot
র‌্যাপিড রোল আসল ভার্সন পাইনি। তাই কাছাকাছি একটা দিলাম। লিংক- https://play.google.com/store/apps/details?id=com.goliath.rapidroll
  RapidRoll Classic- screenshot
অন্য গেমগুলো কেউ দিতে পারলে টিউমেন্টে দিন। আমি খুজেঁ অন্যগুলো পাইনি।
বোনাস: বাড়িতে বসে মহাশূন্য ভ্রমণ
মহাশূন্যে ভ্রমণ করতে চান? অনেকেরই ইচ্ছা থাকে। কিন্তু পারে আর কয়জন? তবে আপনি কিন্তু চাইলে বাড়িতে বসেই মহাশূণ্যে একটু ঢুঁ মেরে আসতে পারেন। কিভাবে? আরে গুগল মামু আছে না? গুগল ম্যাপ সম্বন্ধে তো জানেন। গুগলের ম্যাপটি প্রকৃতপক্ষেই পৃথিবীর বাস্তব ছবি। তাই পৃথিবীর মাঝে বিচরণ করে পাওয়া যায় বাস্তবতার ছোঁয়া। তেমনি গুগল স্কাইয়েও আপনি মহাকাশের প্রায় বাস্তব কিছু অভিজ্ঞতা পাবেন। হাবল টেলিস্কোপের দুর্দান্ত সব ছবি দেখতে পারবেন। পাবেন আরো অনেক কিছু। তাই ঢুঁ মেরে আসুন- http://www.google.com/sky/

তো আজ এই পর্যন্তই। সময় পেলে ঢুঁ মারতে ভুলবেন না আমার ব্লগে- http://www.grplusbd.cf

Level New

আমি তাওসিফ তুরাবি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই খুব ভাল লাগল আমার তো আবার সেই স্পেস ইম্পেক্ট এর কথা মনে পড়ে গেল কি খেলতাম গেমটা বস গুলা কে মারতে যে মোজা লাগত না !!!!!!!!!!!!!!

    আমি ১ টিপতে টিপতে হাতের আঙ্গুল ব্যাথা করিয়া ফেলতাম। ওহ! গেমগুলো যে কোথায় হারিয়ে গেলো‍!

ভাল লাগল ভাইয়া । পুরান দিনই ভাল ছিল 🙁

খুব মিস করি এ সকল গেম

Level 2

ভাল টিউন।।:D