আমারা আমাদের ফোনে অনেক secret বা personal ভিডিও রাখি যা আমরা কারও সাথে শেয়ার করতে চাই না।কিন্তু না চাওয়া সত্ত্বেও তা গোপন রাখতে পারি না।আবার অনেক সময় file manager বিভিন্ন এপ্স লক দিয়ে লক করলেও কেউ মেমোরি কার্ড খুলে সব সহজেই কপি করে ফেলতে পারে বা আপনার কাছ থেকে মেমোরি নিয়ে আপনার অগচরে সব কপি করে ফেলতে পারে।তাই এইসব প্রব্লেম থেকে রক্ষা করার জন্য নিয়ে আসলাম এই অসাধারণ এপ্সটি।এইবার বলি এই এপ্সটির কাজ কি আপনি এই এপ্সটি দিয়ে খুব সহজেই আপনার ফোনের সব পার্সোনাল ভিডিও লক করতে পারবেন।তবে এপ্সটার একটা আলাদা বিশেষত্ব আছে।এই এপ্স দিয়ে আপনি কোন ভিডিও লক করলে।পৃথিবীর কেউ বা কোন হ্যাকার এই ভিডিও অপেন করতে পারবে না।এইবার সে যতবড় হ্যাকারই হোক না কেন।তাই আমার মতে এই এপ্সটি বেষ্ট।
[আপনারও কিছু সতর্কতা পালন করতে হবে।যেমন আপনি কোন ভিডিও এই এপ্সটা দিয়ে হাইড করলে।যদি ফোন factory reset বা Android version আপডেট দেন তাহলে আগে ভিডিও গুলা আনহাইড করে ফেলবেন।এইটুকু সতর্কতা পালন করলেই হবে]
★কিভাবে ইউজ করবেন :-
১.এপ্সটি ইন্সটল দিন এবং অপেন করুন
২.আপনার পাসওয়ার্ড সেট করুন
৩.এইবার এপ্স ঢোকে ২টি অপশন পাবেন
৪.publick are & private area.public area তে গিয়ে আপনি যে
ভিডিও গুলা হাইড করবেন সেগুলা মার্ক করুন এবং উপরের ডানদিকে লক
চিহ্নে ক্লিক করুন।
এইবার ভিডিও গুলা private area চলে যাবে।
৫.ভিডিও দেখতে চাইলে private area থেকে অপেন করতে পারেন বা আনহাইড করে ফাইল ম্যানাজার থেকও অপেন করতে পারেন।
★আরেকটা মজার ট্রিক
screenshot দেখুন icon ক্লিক করে
Enable/Disable fake app on lunch ক্লিক করুন এবং validite ক্লিক
করুন।
এইবার এপ্স ক্লোজ করে অপেন করুন।কি....? এইবার CE বাটনে ক্লিক করে
ধরে রাখুন।তাহলেই হবে।[screenshot দেখুন তাহলে সহজেই বুঝবেন]
Enjoy 🙂
এপ্স সাইজ মাত্র 350 kb Support os 2.1+
আমি আপনাদের সুবিধার জন্য এই App এর আসল নাম পালটে নতুন নাম দিয়ে দিয়েছি এখন এই App এর নাম SV Calculator আগে ছিল Secret Video।
আসা করি আপনাদের কোনো সমস্যা হবে না। আর যদি সমস্যা হয় তাহলে Tumment টে বলুন।
আসাকরি এই Tips টা আপনার কাজে আসে।
Tips টা ভালো লাগলে আমার সাইট একটু গুরে আসুন।
আমার সাইট http://Www.AGalaxy.TK
আমি বিপ্লব এসডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।