“বিসমিল্লাহির রাহমানির রাহিম”
স্বাগতম, আশা করি আপনারা সবাই ভালো আছেন।আজকের আমার এই টিউনে আমি অ্যান্ড্রয়েডের সেরা দশ ফটো এডিটিং অ্যাপ নিয়ে আলোচনা করব।
ফটোকে আকর্ষণিয় এবং স্মার্ট লুক দিতে ফটো এডিটর বিকলপহিন। মোবাইলের ক্যামেরা বাজে হলেও এইসব ফটো এডিটর দিয়ে ছবির মান অনেকটাই বাড়ানো যায়। কিন্তু পৃথিবীর অন্যান্য জিনিসের মত ফটো এডিটরের মধ্যেও ভেজাল হয়েছে। এমন হাজারও অ্যাপ আছে যেগুলো একেবারে অকাজের। তাই আমি আপনাদের সামনে এন্ড্রয়েডের জন্য সেরা দশ ফটো এডিটিং অ্যাপ তুলে ধরছি।
PicsArt
Picsart বিশ্বসেরা একটি অ্যান্ড্রয়েড ফটো এডিটিং অ্যাপ। গুগল প্লে স্টোরে এর ডাউনলোড ১০০ মিলিয়নেরও বেশি। এটি একটি ওয়ান স্টেপ অ্যাপস যাতে রয়েছে পারফেক্ট ফটো এডিটর, ড্রয়িং টুল, ফটো গ্রিড কলেজ মেকার এবং আরও অনেক কিছু।
ফটো এডিটিংয়ের জন্য দরকারি সকল টুলস যেমনঃ effects, masks, borders, stickers, text tools, clipart graphics, callouts, frames, সবই এই অ্যাপসটিতে বিদ্যমান। এই অ্যাপসটিতে রয়েছে enhancement tools যা অটোমেটিক্যালি আপনার ফটোর মান কয়েকগুণ বাড়িয়ে দিবে। তাছাড়া আপনি ইচ্ছে করলে সুন্দর সুন্দর collage বা photo grid তৈরি করতে পারবেন এই অ্যাপসটি ব্যবহার করে, আরও পারবেন ইচ্ছেমতো ফটোর উদর আকাঁ আকিঁ করতে। তাই ফটোগ্রাফিতে আপনার সৃজনশীল দক্ষতা বাড়াতে এই অ্যাপসটি একটি পারফেক্ট মাধ্যম হতে পারে।
পিকস আর্টের সাহায্যে আপনি আপনার এডিট করা ফটোগুলো সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ইজিলি শেয়ার করতে পারবেন। এছাড়া পিকস আর্টের নিজস্ব ফটো শেয়ারিং সাইটতো রয়েছেই। আপনি চাইলে সেখানে একটি একাউন্টও খুলে নিতে পারেন।
Snapseed
স্ন্যাপসিড নামকরা প্রতিষ্ঠান Nik Software Inc. এর জনপ্রিয় ফটো এডিটিং অ্যাপস। এই প্রতিষ্ঠানটি এডোবি ফটোশপ এবং এডোবি লাইটরুমের আকর্ষণিয় এবং দরকারি সব প্লাগিন তৈরি করে।
স্ন্যাপসিড ব্যবহার করে আপনি খুব সহজভাবেই ফটোকে নিয়ে যেতে পারবেন একটি সর্বোচ্চ মানে। কারণ এই অ্যাপটিতে রয়েছে auto correct, selective adjust, and tune image ইত্যাদি টুলসের মতো এডভান্সড ফিচার। আপনি যদি ফটো এডিটিংয়ে দক্ষ নাও হোন, এই অ্যাপটি আপনাকে বিশেষভাবে সাহায্য করবে।
এই অ্যাপটির এনহ্যান্স অপশন ব্যবহার করে আপনি এক ক্লিকেই ছবির কালার, এক্সপোজার,কন্ট্রাস্টএর মান বাড়িয়ে নিতে পারবেন। এই অ্যাপটিতেও রয়েছ Tune Image feature tweaks brightness, shadows, white balance, saturationheffects, frames, texture, tone adjustment, sharing via email, সহ আরও আকর্ষণিয় ফিচারস।
Pixlr Express
Pixlr Express অ্যান্ড্রয়েডের সকল পাওয়ারফুল ফটো এডিটিং এর মধ্যে অন্যতম যা Autodesk Inc. দ্বারা Develop করা।
আপনার দাঁত কি হলুদ রঙ্গের? যার কারণে হেসে ছবি তুলতে পারেন না? এখন আর কোনো চিন্তা নেই। এখন থেকে ৩২ টি দাঁত বের করেই ছবি তুলুন। কারণ অ্যাপটি দিয়ে আপনি আপনার কালো দাতকেও সাদা করে নিতে পারবেন whiten teeth অপশন ব্যবহার করে।
এই অ্যাপটির শুধু এই একটিই ফিচার? অবশ্যই নয়। এই অ্যাপটির মাধ্যমে আপনি বিভিন্ন Cool Cool ইফেক্ট ব্যবহার করে আকর্ষণিয় collage তৈরি করে নিতে পারবেন। এছাড়াও রয়েছে ফটোশপে ব্যবহৃত pencil, poster, halftone, water color, sketch, ইত্যাদি ফিচার রয়েছে। আসলে এই অ্যাপসটি সবচেয়ে প্রয়োজনীয় টুলস মিলিয়েই তৈরি করা হয়েছে। এসকল ফিচারের মধ্যে সবচেয়ে মজার হল Auto Fix ফিচার। এই টুল ব্যবহার করে আপনি স্বয়ংক্রিয়ভাবে ছবির brightness, contrast, colour, exposure ইত্যাদি এডজাস্ট করে নিতে পারবেন।
Photo Editor by Aviary
Aviary ফটো এডিটোর আরও একটি পাওয়ারফুল অ্যান্ড্রয়েড ফটো এডিটিং অ্যাপ যার মাধ্যমে আপনি খুব দ্রুত ছবি এডিট করতে পারবেন এবং এতে রয়েছে ওয়ান টেপ অটো এনহ্যান্স টুলস। এই অ্যাপটিতে রয়েছে কসমেটিকস এর পুরো একটি সেট! ইমেইজ কারেকশন এর জন্য এই অ্যাপটির তুলনা নেই।
Pixlr O Matic
Pixlr-o-matic একটি ফান ফটো এডিটিং এপ যাতে রয়েছে বিভিন্ন ধরনের ইফেক্টস, ফিল্টারস, বর্ডারস। বিশেষ করে আকর্ষণিয় ফিল্টারের কারণে এই অ্যাপটি অধিক জনপ্রিয়।
এতে রয়েছে তিন প্কারের photo filters, light filters এবং photo frames । তাছাড়া অ্যাপটিতে রয়েছে Image Transform ফিচার। তাই ফটোকে আকর্ষণিয় করে তুলতে এই অ্যাপের বিকল্প নেই।
Befunky Photo Editor
Befunky তে প্রায় সকল ফটো এডিটিং টুলস বিদ্যমান। এতে থাকছে অসংখ্য ফটো ইফেক্টস যাতে আপনি আপনার ছবিতে ইচ্ছেমতো লুক দিতে পারেন।
বি ফাংকিতে Polaroid, Filmstrip, Halftone, এর বিভিন্ন ফ্রেম রয়েছে যার মাধ্যমে আপনি আপনার ছবিকে দিতে পারবেন স্টাইলিশ লুক।
Cymera
Cymera সাইমেরা একটি জনপ্রিয় মাল্টি পারপাস ফটো এডিটিং অ্যাপ। ক্যামেরা এবং ফটো উভয়ভাবেই এই অ্যাপটি দ্বারা ফটো এডিট করা সম্ভব।সাইমেরায় রয়েছে huge variety of hand-picked filters, shooting modes, face detection, collage effects এবং ৮০০ টিরও বেশি ডেকোরেশন অপশন। এছাড়াও রয়েছে Overlay Decoration এবং Free Draw অপশন।
PicSay
PicSay পুরস্কার প্রাপ্ত অ্যান্ড্রয়েড ফটো ইডিটিং অ্যাপ। এই অ্যাপ দ্বারা আপনি যেকোনো ছবিতে Text, word ballon, এবং sticker এড করে নিতে পারবেন। পাশাপাশি ফটো এডিট করার অন্যান্য সকল টুল তো পাচ্ছেনই।
গুগল প্লে স্টোরে এই অ্যাপটির ফ্রি এবং পেইড উভয় ভার্সনই রয়েছে। পেইড ভার্সনে আপনি এডিশনাল অপশন এবং এক্সট্রা সুযোগ সুবিধা পাবেন। তবে ফ্রি ভার্সনটিও নেহাত মন্দ নয়।
VSCO Cam
VSCO Cam সেরা ক্যামেরা এপগুলোর মধ্যে একটি। এই অ্যাপটি দ্বারা আপনি আপনার ফটোকে Fully কাস্টমাইজ করে নিতে পারবেন। VSCO Cam এ রয়েছে crop, rotate, sharpness, brightness, contrast, saturation, highlights, shadows, এবং আরও অনেক কিছু আর আছে অ্যামেজিং সব ফটো ফিল্টার যা আপনার ফটোর সৌন্দর্য আরও বৃদ্ধি করবে। পিকস আর্টের মতো এই অ্যাপটিরও রয়েছে নিজস্ব ফটো শেয়ারিং কমিউনিটি।
Photo Editor Pro
Photo Editor Pro হল আরও একটি জনপ্রিয় ও পাওয়ারফুল ফটো এডিটিং অ্যাপ। এই অ্যাপটিতেও রয়েছে Professional সব টুলস, ইফেক্টস এবং ফিল্টারস। আপনি যদি Professional ফটো এডিটর হতে চান তবে এই অ্যাপটি আপনার জন্যই। তাছাড়া এই অ্যাপটির আরও কিছু এক্সট্রা অর্ডিনারি ফিচার রয়েছে যা ব্যবহার করলেই বুঝতে পারবেন।
আজ এখানেই ইতি টানলাম। আবারও আপনাদের সামনে হাজির হবো নতুন কোনো টিউন নিয়ে। খোদা হাফেজ।
আমি জুবায়ের আহমদ শাকিল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 58 টি টিউন ও 221 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ettogula like dilam. onek valo hoyese.