আপনার সেলফিকে করুন সুপার সেলফি…! সেলফি তোলার জন্য অসাধারণ একটি অ্যান্ড্রয়েড অ্যাপ। সাথে থাকছে ছবিকে দারুনভাবে এডিট করার আরেকটি অ্যাপ।

আসসালামুয়ালাইকুম। আশা করি ভাল আছেন সবাই।

সেলফি ছাড়া ফেসবুক? ভাবাই যায় না। শুধু ফেসবুক কেন? সেলফির রাজত্ব এখন সব সামাজিক মাধ্যমে। কিন্তু ক্যামেরার কারনে আমাদের ছবি আমরা যেমন চাই ঠিক তেমন হয় না। কারন কি হতে পারে?

১. আপনার ক্যামেরার পিক্সেল কম

২. আপনার ক্যামেরার পিক্সেল বেশি

এই দুটোই দায়ী মূলত... এখন কি করবেন ? আর আমিও কি সব উলটা পাল্টা বলছি...! এটাই ভাবছেন তাই না? আসলে  "আপনার ক্যামেরার পিক্সেল কম" এই ব্যাপারটা একরকম দায়ী কারন কম মেগা পিক্সেলের ক্যামেরা আপনার চাহিদা মত ছবি কখনোই দিতে পারবে না। তার উপর আমাদের দেশে সচর আচর যে স্মার্ট ফোন ব্যবহার হয় (চায়না স্মার্ট ফোন) তার বেসিরভাগ দেখতে খুব বড় সর হলেও অগুলতে তেমন কোন সুবিধা থাকে না। আর থাকলেও তার হায়াৎ যেন ইলিশ মাছের মত। আবার দামী ফোন গুলো ( সব না) এত ক্লিয়ার , এত ক্লিয়া, এত ক্লিয়ার যে আপনার মুখে যদি একটা ব্রন থাকে তার মধ্যের চাউলটাও দেখা যায়  😆  । এই অভিজ্ঞতাটা আমি আমার স্যামসাং এস ৩ ব্যবহার করেই পেয়েছি।

আসলে সত্যি বলতে ফোনের কোন দোষ নেই এমনিতে নিজের ছবি ভাল হয়েছে এই কথা খুব কম মানুষ বলেন। কিন্তু দেখবেন অন্যদের কাছে আপনার ছবি ঠিকই সুন্দর লাগছে। নিজের ছবি নিয়ে দিধা দন্দ আমাদের থেকেই যায়। আসলে ভাল ফোন কোম্পানি গুলো সব মাথায় রেখে আপনার জন্য মোবাইল ফোনটি  তৈরি করে যাতে আপনি পর্যাপ্ত সুযোগ সুবিধা পেতে পারেন। ক্যামেরাতে বাস্তব ছবিটাই উঠে কিন্তু মুখে দাগ বা অন্য কিছু থাকলে ক্যামেরার দোষ দিয়ে লাভ নেই। আসুন আর প্যাঁচাল না করে আসল কথায় আসি- আপনাদেরকে আজ পরিচয় করিয়ে দেব দুটি দারুন আপস এর সাথে যেগুলো দিয়ে আপনি আপনার ছবিকে যেমন খুশি তেমন করতে পারবেন যেমনটা আপনি চান। আপনার ক্যামেরার পিক্সেল কম হোক আর বেসি হোক তাতে কোন কিছু আসে যায় না কিন্তু মাগার ছবি পারফেক্ট হবে এততুকু গ্যারান্টি দিতে পারি।

১. YouCam Perfect - Selfie Cam

আমি বিস্তারিত কিছু লিখব না আপনি ইন্সটল করে টিউমেন্ট করবেন। এই আপসটি জাস্ট আপনার সেকফিকে অসাধারণ করতে যথেষ্ট। স্ক্রিনশট দেখুন-

YouCam Perfect - Selfie Cam - screenshot

YouCam Perfect - Selfie Cam - screenshot

YouCam Perfect - Selfie Cam - screenshot

YouCam Perfect - Selfie Cam - screenshot

YouCam Perfect - Selfie Cam - screenshot

YouCam Perfect - Selfie Cam - screenshot

ডাউনলোড প্লে স্টোর

 

২. YouCam Makeup -Makeover Studio

এটি মেয়েদের জন্য একটি মেকআপ বক্স বললে চলে মেকআপের সব ধরনের জিনিষ আপনি এতে খুব সহজে পাবেন। রয়েছে মুখ, ঠোট, ভ্রু, চোখের ও চুলের সুন্দরয বৃদ্ধির জন্য দারুন সব টুল। মুখের সাইজ বাড়ানো কমানো, মুখের সাইজ লম্বা খাট করার দারুন সব টুল।  তবে ছেলেদের জন্যও কিন্তু কম কিছু নেই। আপনার বন্ধুর ছবি পুরো মেয়ে বানিয়ে খারাপ করে দিন তার মাথা। এই আপসটির বিশেষত্ব হচ্ছে আপনি মেকআপ করবেন ঠিকই কিন্তু মেয়েদের সাজ দেয়ার পর কোন ছেলেকে বোঝার উপায় নেই যে সে একটি ছেলে।

YouCam Makeup -Makeover Studio - screenshot

YouCam Makeup -Makeover Studio - screenshot

YouCam Makeup -Makeover Studio - screenshot

YouCam Makeup -Makeover Studio - screenshot

ডাউনলোড প্লেস্টোর

 

ভুল হলে খমার দৃষ্টিতে দেখবেন।

সময় পেলে ঘুরে আসবেন।

আমার ফেসবুক পেজ

আমার সাইট

Level 0

আমি পাপ্পু ভাই। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 114 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধনিয়াপাতাবাদ 😀