সেহরিতে যারা উঠতে পারেন না তাদের আরামের ঘুম হারাম করে দিতে অসাধারন একটি এপ sleep impossible

আসসালামুয়ালাইকুম। সবাই কেমন আছেন? অনেক দিন পর  টিউন করতে বসলাম। রমজানুল মোবারাক। আর মাত্র কয়েকদিন পর মাহে রমজান। এই রমজানে রোযা রাখার চেয়েও অনেক কঠিন এক্টি কাজ সেহরিতে ঘুম থেকে উঠা।  Alarm দিয়ে রাখলেও তাতে ঘুম ভাঙ্গে না। তাহলে উপায় কি? সেই জন্যই আমার আজকের টিউন। আজকে যে এপ টির কথা বলব তার নাম--

Sleep iMPOSSIBLE

এই এপ্টির বিশেষত্ত এতে নানা মাত্রা এবং duration set করা যায়। সুতরাং না উঠে উপায় নেই। আপ্নারা এপ্টি একবার ব্যবহার করলেই সব বুঝতে পারবেন। এটি মূলত frequency বাড়িয়ে বা কমিয়ে দেয়। এটি ব্যভাহারের ফলে ব্রেইনে কোন প্রতিক্রিয়া ও হয় না। আমার মতে এটিই সেই এপ যা আপনি খুজছিলেন।

Download link

ভাল লাগ্লে visit করবেন

নিয়ে নিন রমজান মাসের সেহেরী ও ইফতারের দোয়া

১. সেহরীর সময়
وَبِصَوْمِ غَدٍ نَّوَيْتَ مِنْ شَهْرِ رَمَضَانَ
ওয়া বিসাওমি গাদ্দিন নাওয়াইতু মিন সাহারী রামাজান - আমি আগামীকালের রমজান মাসের রোজা রাখিবার ইচ্ছা প্রকাশ করিতেছি।
২. ইফতারের দোয়া
اللَّهُمَّ اِنِّى لَكَ صُمْتُ وَبِكَ امنْتُ [وَعَلَيْكَ تَوَكَّلْتُ] وَعَلَى رِزْقِكَ
اَفْطَرْتُ -আল্লাহুম্মা ইন্নি লাকা সুমতু ওয়া বিকা আমানতু [ওয়া আলাইকা তাওয়াকালতু ] ওয়া আলা রিজকিকা ইফতারতু- হে আল্লাহ আমি তোমাকে বিশ্বাস করে রোজা রাখলাম ও তোমারি নির্দেশে রোজা ভাঙ্গলাম।
৩. যে ব্যক্তি এই রোজার দোয়া দুটি সেহেরীর সময় ৭বার পাঠ করিবে আল্লাহর রহমতে সে সহস্রাধিক নেকী লাভ করিবে:
"লা ইলাহা ইল্লাল্লা হুল হায়্যুল কায়্যুমুল ক্বা-ইমু আলা-কুল্লে নাফসিম বিমা কাসাবাত" এবং
"লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুকা, ওয়া আস-আলুকাল জান্নাতু, ওয়া আ'জুবিকা মিন্নান নার"

Level 0

আমি Cadet_Saimum। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 43 টি টিউন ও 209 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কাজের একটা এপ্স

Thanks

মাথা নস্ট এপ। কিনতু alarm off korbo kibabe.

Daki koto toko kajer