!! ডাউনলোড করে নিন ২০১৫ এর টপ এন্ড্রয়েড লঞ্চার !!

 

 

আসা করি সবাই ভালো আছেন,

টেকটিউনস এ এটি আমার প্রথম টিউন। আপনাদের ভালো লাগবে এই প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের এই টিউন।

**হোলা লঞ্চার (Hola Launcher)**

এই বছরের এন্ড্রয়েড লঞ্চারের মধ্যে সবার উপরে আছে এটি। ছোট সাইজের মধ্যে আমার মতে এটি বেস্ট লঞ্চার। এই লঞ্চারটি দেখতে অনেক স্মার্ট। এবং এটি আপনারা খুব সহজেই কাস্টোমাইজ করতে পারবেন। এর দারুন দারুন সব ফিচার আপনার মন কারবেই।

এটির গুগল প্লে রেটিং ঃ ৪.৬

এবং ডাউনলোড হয়েছে ৫০০০০০০ এর ও বেশি বার।

এটির বর্তমান ভার্সন ঃ ১.৮.০

এতে রয়েছে নানান ধরনের ফিচার=

১/ (হোলা বুস্ট)- এর সাহায্যে এক ক্লিকে আপনি আপনার মোবাইলের রেম ক্লিয়ার করতে পারবেন।

২/(হোলা বক্স)-এটির সাহায্যে আপনি আপনার মোবাইলের অ্যাপ হাইড করে রাখতে পারবেন।

 

 

 

 

 

 

 

 

 

৩/(সার্চ)-এটির সাহায্যে আপনি আপনার মোবাইলের যেকোন অ্যাপ,মোবাইল নম্বর অথবা ওয়েবসাইট খুজে বের করতে পারবেন।

৪/(লঞ্চার পরিবর্তন)-এটির সাহায্যে আপনি বিভিন্ন থিমস, ওয়ালপেপার এবং ফ্রন্ট ডাউনলোড করতে পারবেন।

৫/(স্ক্রিন লক)- এটির সাহায্যে আপনি স্ক্রিনে দুইবার ক্লিক করে স্ক্রিন লক করতে পারবেন।

৬/(নোটিফিকেশন)-এটিতে রয়েছে একটি নোটিফিকেশন আইকন, যার মাধ্যমে আপনি নতুন ম্যাসেজ,মিসড কল ইত্যাদি এসেছে কিনা তা সহজেই দেখতে পারবেন।

৭/(ওয়েদার)- এই ফিচারটির সাহায্যে আপনারা দেশের বর্তমান আবহাওয়া সম্পর্কে জানতে পারবেন।

৮/(স্মার্ট ফোল্ডার)- এই ফিচারটির সাহায্যে আপনারা আপনাদের বিভিন্ন অ্যাপ বিভিন্ন ফোল্ডারে  সাজিয়ে রাখতে পারবেন।

এছাড়া এটিতে রয়েছে আরো অনেক ফিচার।

আর এর সাইজ মাত্র ২ এম্বি।

নুন্যতম এন্ড্রয়েড ২.৩.৩ ভার্সন লাগবে।

সুতরাং ডাউনলোড করে নিন সুন্দর এই লঞ্চারটি।

ডাউনলোড লিঙ্ক

ধন্যবাদ সবাইকে

এন্ড্রয়েড পেইড অ্যাপ এবং গেমস এর জন্য আপনারা আমার ব্লগ থেকে ঘুরে আসতে পারেন Droid4apk

Level 0

আমি রোজেন গুপ্ত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 94 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Hola একটা অসাধারণ Launcher.