সুপ্রিয় এন্ড্রোয়েড বন্ধুগণ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন। কেননা এই এন্ড্রোয়েডের যুগে সকলকেই একটু বেশি ভালো থাকতে হয়। আর আপনাদের এই ভাল থাকাকে আরো বাড়িয়ে দিতে, আজ আমি একটি অসাধারণ ফ্রি কলিং সফটওয়্যার নিয়ে হাজির হয়েছি। আর সফটওয়্যারটির নাম 'ভিগো' (BIGO). এর সাহায্যে আপনারা আনলিমিটেড ফ্রি ভয়েস কল, ভিডিও কল, এমনকি আনলিমিটেড চ্যাট করতে পারবেন। তো চলুন এর সকল ফিচার গুলো একবার চোখ বিলিয়ে দেখে নেই-
* এর সাহায্যে আপনারা সৌদি-আরব, আমেরিকা, ব্রাজিল, দুবাই, কাতার, সিঙ্গাপুর, মালয়েশিয়া সহ বিশ্বের প্রায় ২২০ টি দেশে ফ্রিতে কথা বলতে পারবেন।
* যেকোনো লোকাল নাম্বার, ইন্টারন্যাশনাল নাম্বারে কল করা যাবে।
* ফ্রি ভিডিও কলিং, ভয়েস কলিং ও ফ্রি এসএমএস এর সূবিধা।
* ভিগো টু ভিগো কথা বলুন ২জি, ৩জি কিংবা ওয়াইফাই নেটওয়ার্কের মাধ্যমে।
* সম্পূর্ণ HD কোয়ালিটি ভিডিও কল সার্ভিস।
* ২জি তেও ভিডিও কল করা যায়।
* প্রতি মাসে ৮০০ মিনিট কথা বলা সূবর্ণ সুযোগ।
* বন্ধুদের ভিগোতে ইনভাইট করে অতিরিক্ত কল করার করার সুযোগ।
* ভিগো সফটওয়ারে কোনো প্রকার অ্যাডভারটাইসমেন্ট (Advertisement) নেই। যা এর জনপ্রিয়তা বাড়িয়েছে।
অন্যান্য দরকারী তথ্যঃ
- সফটওয়্যারের সাইজ: ১০ এমবি
- বর্তমান ভার্সন: ১.২.০
- এন্ড্রোয়েড ২.৩ বা এর উপরের ভার্সনে সাপোর্ট করবে।
আশা করি টউনটি সবাই বুঝতে পেরেছেন। কারো কোনো প্রকার সমস্যা হলে টউমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন।
সময় পেলে আমার সাইটটি ঘুরে আসবেন।
আমি মাসুম রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 42 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ইন্টারনেট আমার নেশা ❤️
ভাইverifications এর code তো আসে না।কি করতে পারি।।।