আস্সালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন।
প্রথম আমার তাই ভুল করলে ক্ষমা করবেন
টিউনটি হল সেয়ারিং এপস্ নিয়ে। যা খুব দ্রুত।এ এপস্ টা আমার খুব পছন্দে। আমরা কত সেয়ারিং এপস্ ব্যবহার করি তা সব গুল অনলাইন। কিন্তু এই এপস্ টা অফলাইনে কাজ করে। কাল একটা এপস্ খুজতে গিয়ে এই এপস্ টার আবিস্কার করি। আপনারা ব্যবহার করে বুলুন এপস্ টা কেমন।
SnapShare হল পৃথিবীরর সবচেয়ে দ্রুত File Sharing এপস্!
এটা কাজ করে Bluetooth এর চেয়ে 150x গুণ দ্রুত ৫০০+ ft ভেতরে।
. নেটওয়ার্ক বিনামূল্যে: হটস্পট (কোন সেলুলার ডাটা খরচ), কোন সেলুলার বা Wi-Fi নেটওয়ার্ক প্রয়োজন ব্যবহার করে.
. অটো বন্ধু খোঁজার পাঠাতে এবং 2 পদক্ষেপে গ্রহণ: ব্যবহার করা সহজ.
. গ্রুপ ভাগ করা: সব ধরনের একাধিক ফাইল বন্ধুদের একটি গ্রুপ পাঠানো যেতে পারে
—
সমর্থিত ভাষা চীনা, ইংরেজি, রাশিয়ান, স্প্যানিশ, আরো শীঘ্রই আসছে
—
সেলুলার তথ্য নোট সেলুলার কোন তথ্য ফাইল শেয়ারিং সময় খরচ করা হবে. অ্যান্ড্রয়েড 5.0 উপর একটি সীমাবদ্ধতা দরুন, আমরা স্থানান্তর সময় সেলুলার ডাটা নিষ্ক্রিয় করতে পারবেন না.
Size : 1.5M
Current Version : 1.0.3.108
Requires Android : 4.0 and up
download link
কিছু ছবি
যাবার আগে একটা কথা "অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা ভালো।"- মার
আরেক দিন আবার আসব আরেকটি নতুন এপস্ নিয়ে। ততদিনের জন্য গুডবাই।
ফেসবুকে আমাকে এনড্রুয়েড সম্পর্কে যেকোনো প্রশ্ন করুন। আমার ফেসবুক নেম Amsiam এবং address http://www.facebook.com/bear.siam.7
আমি আসলাম মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Shareit থেকে কতগুণ দ্রুত ?