আসছালামু-আলাইকুম। অনেকেই হয়ত বিজ্ঞাপন দেখলেই আমার মত বিরক্ত হয়ে যান। সেখানে যদি বিজ্ঞাপন ছাড়াই টেকটিউনসকে দেখতে পান তাহলে তো মজাই মজা তাই না! 😆
আবার অনেকেই আছেন, যারা 2G এরিয়াতে থাকেন। সেখান থেকে টেকটিউনস ভিজিট করতে কি যে সমস্যা হয় সেটা যারা 2G এরিয়াতে আছেন তারা ছাড়া কেউ বুঝবেন না :cry:। স্লো ইন্টারনেট স্পিডের কারণে আরও বিরক্ত নিশ্চয় হন, যারা এই 2G ইন্টারনেট ইউজ করেন। এখন থেকে সেই সব দিনের কথা ভুলে যান, যেখানে টেকটিউনসে আছে বিজ্ঞাপন আর 2G নেট ইউজ করার স্লো স্পিড।
এখন থেকে সব ইউজারই টেকটিউনস ভিজিট করতে পারবেন স্বল্প সময়ে ও সুপার ফাস্ট স্পিডে, যেখানে থাকছে না কোন বিজ্ঞাপন। কি! আর লোভ সামলিয়ে রাখতে পারছেন না নিশ্চয় টিপসটি জানার জন্য? 😛
তাহলে চলুন কথা না বাড়িয়ে কাজের কথা শুরু করি। টেকটিউনসকে সম্পূর্ণ বিজ্ঞাপন মুক্ত ও 2G এরিয়াতেও সুপার ফাস্ট দেখতে আপনের হাতে থাকতে হবে একটি অ্যানড্রয়েড চালিত স্মার্ট ফোন। আর জাস্ট একটি TechTunes অ্যাপ। আর কিচ্ছু না।
আমি অনেকদিন আগে থেকেই এরকম একটি অ্যাপ খুজছিলাম যেটি দিয়ে টেকটিউনসকে মনের মত করে দেখতে পাবো 2G এরিয়া থেকেও। তো খুঁজতে খুঁজতে প্লে স্টোরে ৩টি টেকটিউনসের অ্যাপ দেখলাম। যদিও কোনটিই টেকটিউনসের অফিসিয়াল অ্যাপ ছিল না। তারপরও কৌতূহল বসত সব গুলাই ইন্সটল দিলাম। এবার পরীক্ষা করা শুরু করে দিলাম কোনটি ভাল! তো তিনটি অ্যাপের মধ্যে দুটি অ্যাপ আমার কাছে বাজে মনে হয়েছে। আর একটি অ্যাপ এক্কেরে আমার মনের মত হয়েছে।
এই অ্যাপ দিয়ে টেকটিউনস ভিজিট করতে পারবেন সম্পূর্ণ বিজ্ঞাপন মুক্ত।
এখানে পাবেন অ্যানড্রয়েডের জন্য কাঙ্ক্ষিত ইন্টারফেস।
রাতের বেলা নাইট মোডে পড়ার ব্যবস্থা আছে।
তাছাড়া টিউন ক্যাটাগরিগুলা সুন্দর ভাবে আছে।
এই অ্যাপের মাধ্যমেই লগইন, টিউন করা ও টিউমেন্ট করার ব্যবস্থা আছে
নিচে এই অ্যাপের দুটি স্ক্রিনশর্ট দেখুনঃ
নাইট মোড
এত কিছু জানার পর নিশ্চয় অ্যাপটি ডাউনলোডের জন্য পাগল হয়ে গেছেন ;-)। ওকে আপনাদের ধৈর্যের বাধ ভাঙার আগেই ডাউনলোড লিংক দিয়ে দিচ্ছি। প্লে স্টোর থেকে ইন্সটল করতে অনেকেরই সমস্যা হয়। তাই ড্রপবক্সের লিংক দিলাম। 😛
TechTunes অ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। (1.9 MB) 😆
আজ এপর্যন্তই। ধন্যবাদ টিউনটি পড়ার জন্য। আর ব্যক্তিগত কোন প্রশ্ন থাকলে আমাকে ফেসবুকে জানাতে পারেন।
[টিউনটি পুর্বে আমার ব্লগে প্রকাশিত]
আমি মো আব্দুল কাওসার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 209 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পড়াশোনাঃ বিএসসি ইন কম্পিউটার সায়েন্স & ইঞ্জিনিয়ারিং অ্যাট বরেন্দ্র ইউনিভার্সিটি। জবঃ বর্তমানে আমি একটা আইটি ট্রেনিং সেন্টারে ট্রেইনার ও টেকনিক্যাল অফিসার হিসেবে পার্টটাইম জবে কর্মরত আছি। এখানে একই সাথে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, অফিস অ্যাপ্লিকেশন ও বেসিক কম্পিউটিং, নেটওয়ার্কিং (সিসিএনএ), ভিডিও এডিটিং ও ইউটিউব মার্কেটিং এবং আইসিটি রিলেটেড বিষয়গুলোর মাস্টার...