যারা ফিলিপ্স হেডসেট সম্পর্কে যানি না শুধু তাদের জন্ন।
এটা একটা সাউন্ড সিস্টেম কন্ট্রোলার...... যা আপনাকে দিবে অসাধারন মিউজিক এক্সপেরিয়ান্স। আর সবচেয়ে সুবিধা হলো আপনি এটা আপনার ডিফল্ট প্লেয়ার এর সাথে ইউস করতে পারবেন। হেডফোন প্লাগিন করার সাথে সাথে সেট করা মিউসিক প্লেয়ার টি চালু হয়ে যাবে। আর এটা চালাতে আপনার ফোনটি রূট করতে হবেনা।
এর সুবিধা গুলো হলো......
i) হেডফোনের রিসিভার বাটন
1. Music/Call management:
2. Play/pause
3. Next track [ আপনার হেডফোনের রিসিভার বাটন দিয়ে ট্র্যাক নেক্সট করতে পারবেন]
4. Previous track
5. Answer call
6. End call
7. Reject call
8. Volume up/down
ii) Sound customize
যার যেমন সাউন্ড দরকার জাস্ট গোল বাঁটন টি দিয়ে মুহূর্তে ই পরিবর্তন করুন।
আরো অনেক সুবিধা আছে , ইউস না করলে বুঝতে পারবেন না।
পরথমে অবশই একটি ডিফল্ট মিউজিক প্লেয়ার সেট করেদিবেন।
কিছু কিছু মিউজিক প্লেয়ার সাপোর্ট নাও করতে পারে।
ডিরেক্ট উনলোড করতে এখানে ক্লিক করুন। প্লে স্টোর লিংক
নোটঃ সনি এক্সপিরিয়ার জন্নে Clear audio+ নামে একটি Apps আছে , যা কিনা এর হুবহূ নকল । যেটা ইউস করতে রুট করতে হয়।
এটা আমার প্রথম টিউন। ভুল হলে ক্ষমা করবেন।
আমি শফিউল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এটা তো মিউজিক প্লেয়ার না । সাউন্ড সিস্টেম কন্ট্রোল করা যায় । বেশ ভালোই। থাংকু। 😀