আপনারা সবাই কেমন আছেন, আশা করি খুব ভাল আছেন এবং আগামি তে যেন সব সময় ভালো থাকেন TT এর পক্ষ থেকে এই কামনা রইলো।
হ্যালো এন্ড্রয়েড ইউজারগণ, আজ আপনাদের
জন্য নিয়ে এলাম এমন একটি এপ যার মাধ্যমে অতি
সহজেই আপনারা আপনাদের সেট এর ফন্ট
চেঞ্জ করতে পারবেন। অবশ্য এর জন্য
অবশ্যই রুট ইউজার হতে হবে!
এবার নিচ থেকে Softwere টি Download করে নিন।
নিচের লিনক থেকে
টি আপনার
মোবাইল এ ইন্সটল করে নিন। এবারএপটি
ওপেন করলেই আপনার কাছে রুট পারমিশন
চাইবে। এলাউ করুন। বলতে গেলে আপনার কাজ
শেষ। এবার শুধু এপ টিতে দেওয়া যেকোন
ফন্ট সিলেক্ট করলেই ইন্সটল হয়ে যাবে।
মনে রাখবেন, সেট সাথে সাথে রিবুট হবে।
তাই কোন কাজ করতে থাকলে আগেই
সেভ
করে নিন।
[বিঃ দ্রঃ রুট করার পর কোন কিছু করার আগে
অবশ্যই ফুল রম এর ব্যাকআপ রাখবেন। আর
উপরের স্টেপ আমি পার্সোনালি ইউজ করেছি
এবং আমার সেট এ কাজ করেছে। কিন্তু আপনার
সেট এ এটি করতে গিয়ে সেট ব্রিক করলে
আমি দায়ী নই। যা করবেনা নিজ দায়ীত্বে
করবেন]
আমার সাইট http://trickmela.com একটি
বার ঘুরে দেখবেন।
আমি শিমুল আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 51 টি টিউন ও 85 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাল