আসসালামুয়ালাইকুম। কেমন আছেন সবাই। আজকে একটা মজার গেম নিয়ে আপনাদের সামনে এলাম । হয়ত অনেকে খেলেছেন যারা খেলেননি তাদের জন্য বিশেষ করে শেয়ার করলাম। গেমটির নাম Zombie Roadkill 3D
গেমটির বিশেষত্ব হচ্ছে এর মধ্যে সর্বমোট ৮ টা লেভেল আছে মজার ব্যাপার হচ্ছে এই ৮ টা লেভেলের মধ্যে প্রতিটাতে ১০ টি করে লেভেল আছে অর্থাৎ ১ লেভেল এ ১০ টি ১০*৮= ৮০ টি লেভেল। ৮ এর পরে আরও লেভেল আসবে Coming Soon.... দেখায়। পরবর্তীতে আপনি আপডেট দিয়ে তা নিতে পারবেন। তবে খেলার সময় মনে রাখবেন প্রতি মিশন এ ৩ স্টার নিতে, কারন আপনাকে প্রতিটা লেভেল পার করার জন্য আপনাকে নির্দিষ্ট পরিমাণ স্টার সংগ্রহ করতে হবে। যেমন প্রথম লেভেল এর জন্য ২৬ স্টার লাগবে না হলে আপনি ২য় লেভেল খেলতে পারবেন না। তেমনি ২য় লেভেলে ও নির্দিষ্ট স্টার লাগবে। প্রতি লেভেলে কম বেশি শক্তিশালী বস আছে সেগুলো পার করতে আপনার ভাল কষ্ট হবে। সাইজ মাত্র ১৭ এম বি।
এছাড়া প্লে স্টোর এ Zombie Roadkill 3D লিখে সার্চ দিলে পেয়ে যাবেন
কোন সমস্যা হলে কমেন্ট করবেন।
ফেসবুক এ আমি।
অসাধারণ কিছু ভিডিও নিয়ে আমার ফেসবুক পেজ।
আমার Online Movie সাইট ।
আমি পাপ্পু ভাই। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 114 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।