Whatsapp লেটেষ্ট ভার্সন ডাউনলোড করে নিন, সাথে থাকছে কলিং সমস্যার সমাধান। Whatsapp v2.12.23 With Calling Feature

যারা হোয়াটসএপ ব্যবহার করেন তারা হয়ত জানেন যে হোয়াটসএপে নতুন একটি ফিচার এড করা হয়েছে। আর সেটি হল ফ্রী কলিং ফিচার। এই ফিচারটির মাধ্যমে ফ্রী কল করা যাবে। সেটা অবশ্যই হোয়াটসএপ বন্ধুদের সাথে। কিন্তু অনেকে হয়ত এই ফিচারটি উপভোগ করতে পারছেন না। কেননা এই ফিচারটি শুধু মাত্র হোয়াটসএপ লেটেষ্ট ভার্সনে পাওয়া যাচ্ছে। তাই আজকে আপনাদের জন্য হোয়াটসএপ লেটেষ্ট ভার্সন নিয়ে হাজির হলাম। এই ভার্সনটির মাধ্যেমে আপনি আপনার অন্য বন্ধুদের সাথে ফ্রী কথা বলতে পারবেন।
Whatsapp v2.12.23 With Calling Feature - আপনি শুধু এই এপ্সটি ডাউনলোড করে ইন্সটল দিলেই হবে। তাহলেই আপনি এই লেটেষ্ট ভার্সনের কিছু পরিবর্তন লক্ষ করতে পারবেন।
তাহলে চলুন এক নজরে দেখে আসি এই লেটেষ্ট হোয়াটসএপ এর নতুন কিছু ফিচার।
  • ভয়েস কল। বন্ধুদের সাথে ফ্রী কথা বলা যাবে।
  • হোয়াটসএপ ওয়েব। এই ফিচারটির মাধ্যেমে পিসি দিয়ে হোয়াটসএপ ব্যবহার করতে পারবেন।
  • ভয়েস কোয়ালিটি উন্নতি করা হয়েছে এবং বিভিন্ন বাগ সমস্যা সমাধান করা হয়েছে।

 

কিভাবে ভয়েস কল করবেনঃ

  • প্রথমে Whatsapp v2.12.23 APK নিচে থেকে ডাউনলোড করে নিন।
  • আপনার মোবাইলে পুরাতন ভার্সনটি আন-ইন্সটল করুন।
  • তারপর ডাউনলোড করা এপ্সটি ইন্সটল করুন।
  • এবার ইন্সটলকৃত এপ্সটি ওপেন করুন এবং যেকোন একটি বন্ধুকে সিলেক্ট করে দেখুন উপরে কল এর একটি আইকন দেখা যাচ্ছে। সেখানে ক্লিক করে আপনি ফ্রী কল করতে পারবেন।

 

স্কীনশটঃ

 

Whatsapp v2.12.23 With Calling Feature DownloadWhatsapp v2.12.23 With Calling Feature Download
Whatsapp v2.12.23 With Calling Feature Download

ডাউনলোড

এতক্ষন সাথে থাকার জন্য ধন্যবাদ। যদি কোন সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাবেন। সমাধানের যথাযত চেষ্টা করবো। আর আমাদের পোষ্টগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ...

Level 2

আমি কলিমদ্দি দফাদার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 73 টি টিউন ও 280 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কাউকে দূর থেকে ভালবাসাই সব থেকে পবিত্র ভালবাসা। কারন, এ ভালবাসায় কোন রকম অপবিত্রতা থাকে না, কোন শারিরীক চাহিদা থাকে না। শুধু নীরব কিছু অভিমান থাকে, যা কখনো কেউ ভাঙায় না Status from: Maasranga Tv Live


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস