প্রথমেই আমার সালাম নিবেন। আসা করি সবাই ভাল আছেন।আমিও ভাল আছি।
আজকের টপিক এন্ড্রয়েড ব্রাউজার নিয়ে।আজকাল প্রযুক্তিপ্রেমী সব মানুষের হাতেই এন্ড্রয়েড ফোন দেখা যায়।এন্ড্রয়েড ফোনের জন্য অসংখ্য অ্যাপ রয়েছে তার মধ্যে রয়েছে
অনেকগুলো ব্রাউজার।কিন্তু কোন ব্রাউজারটা অন্য সকল ব্রাউজার থেকে ফাস্টার তা নিয়ে অনেকেরই সন্দেহ থাকে।চলুন এক নজরে এন্ড্রয়েড এর সকল ব্রাউসার দেখে আসি।
এন্ড্রয়েডের সবচেয়ে জনপ্রিয় ব্রাউজার।এর ইউজার ইন্টারফেস আপনাকে মুগ্ধ করবে।এ ব্রাউজার সম্পর্কে অনেকেই কম বেশি জানেন।আপনি যদি উচ্চ গতিতে ডাউনলোড ও ব্রাউজিং
করতে চান তাহলে এই ব্রাসারটি আপনার জন্য আদর্শ।
রিকুয়ারমেন্টঃএন্ড্রয়েড ২.২ বা তার উপরের ভার্সন গুলাতে চলবে
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন ।
এই ব্রাউজারটির নির্মাতা স্বয়ং গুগল।ব্রাউজিং এর জন্য আদর্শই বলা চলে।কিন্তু ডাউনলোড ইন্ট
রফেস ভাল না ।
রিকুয়ারমেন্টঃএন্ড্রয়েড ২.১ বা তার উপরের ভার্সন গুলাতে চলবে
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন ।
কম্পিউটারের জনপ্রিয় ব্রাউজার মফিলা ফায়ারফক্স এর এন্ড্রয়েড ভার্সন এটি।এটি মোটামোটি গুগল ক্রোম এর মত।
রিকুয়ারমেন্টঃএন্ড্রয়েড ২.3 বা তার উপরের ভার্সন গুলাতে চলবে
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
একসময় অনেক জনপ্রিয় ছিল এই ব্রাউসারটি।এখন এর জনপ্রিয়তা দিন দিন কমছেই।এটা মুলত জনপ্রিয়তা পায় এর সহজ ইউজার ইন্টারফেস এর জন্য।ডাউনলোড ব্যাবস্থা ভাল না
হলেও ব্রাউজিং অনেক ফাস্টার।
রিকুয়ারমেন্টঃএন্ড্রয়েড ১.৫ বা তার উপরের ভার্সন গুলাতে চলবে
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
গত কয়েক বছরের মধ্যে যে ব্রাউসারটি মোটামোটি জনপ্রিয়তা পেয়েছে সেটি হচ্ছে ডলফিন ব্রাউসার।এটাতে মোটামোটি সব ধরনের সুবিধাই রয়েছে।
রিকুয়ারমেন্টঃএন্ড্রয়েড ২.২ বা তার উপরের ভার্সন গুলাতে চলবে
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
এটি একটী পেইড ব্রাউসার।আমার মতে অসাধারন একটি ব্রাউসার।ডাউনলোড করে দেখতে পারেন।
রিকুয়ারমেন্টঃএন্ড্রয়েড ২.৩ বা তার উপরের ভার্সন গুলাতে চলবে
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
এটি Maxthon cloud নামেও পরিচিত।এটার ব্রাউজিং স্পিড অনেক ভাল।
রিকুয়ারমেন্টঃএন্ড্রয়েড ২.২ বা তার উপরের ভার্সন গুলাতে চলবে
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
এটাও মোটামোটি মানের।ডাউনলোড করে দেখতে পারেন।
রিকুয়ারমেন্টঃএন্ড্রয়েড ২.২ বা তার উপরের ভার্সন গুলাতে চলবে
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
এটা ইউসি ব্রাউসার এর মিনি ভার্সন।ইউসি ব্রাউসারের সকল সুবিধা এর মধ্যে নেই কিন্তু ইউসি ব্রাউসারের মতই ফাস্ট।
রিকুয়ারমেন্টঃএন্ড্রয়েড ২.১ বা তার উপরের ভার্সন গুলাতে চলবে
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
Clean Master এর নাম হয়ত শুনে থাকবেন।এটা হচ্ছে ক্লিন মাস্টার ব্রাউসার।যারা zero ফেসবুক ইউজ করেন তাদের জন্য আদর্শ ব্রাউসার।
রিকুয়ারমেন্টঃএন্ড্রয়েড ৪.০ বা তার উপরের ভার্সন গুলাতে চলবে
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
ক্রোম বেসড কম্পিউটার ব্রাউসার Yandex এর এন্ড্রয়েড ভার্সন হচ্ছে এই Yandex ব্রাউসার।এটা সম্পর্কে বেশি কিছু জানি না,তবে ইউজার রিভিউ ভালই।
রিকুয়ারমেন্টঃএন্ড্রয়েড ৪.০ বা তার উপরের ভার্সন গুলাতে চলবে
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
এটা মোটামোটি Maxthon/Dolpin ব্রাউসারের মতই।
রিকুয়ারমেন্টঃএন্ড্রয়েড ২.২ বা তার উপরের ভার্সন গুলাতে চলবে
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন ।
ভাল থাকবেন।আগামী পর্বে দেখা হবে 😀 । ফেবুতে আমি ।
আমি ShOpNoHiN। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 230 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Nice Tune, but Valo link den pls, dload korte pertesi na.